Prithvi Shaw: সোশ্যাল মিডিয়া ছাড়ো, ভাল মানুষেরা ওর সঙ্গে বসুক, পৃথ্বী শ-র পরিণতি দেখে মন খারাপ পিটারসেনের
IPL 2025: একটা সময় মনে করা হতো ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার তিনি। তবে চোট, ফিটনেস সমস্যা আর অনিয়ন্ত্রিত জীবনযাপন - তিনে মিলে কেরিয়ারের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন পৃথ্বী শ।
মুম্বই: একটা সময় মনে করা হতো ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার তিনি। তাঁর নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে চোট, ফিটনেস সমস্যা আর অনিয়ন্ত্রিত জীবনযাপন - তিনে মিলে কেরিয়ারের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। আইপিএলের নিলামে দল পাননি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে।
সেই পৃথ্বীর পাশে দাঁড়ালেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার একগুচ্ছ পরামর্শ দিয়েছেন পৃথ্বীকে। যার মধ্যে অন্যতম, সোশ্যাল মিডিয়া ভুলে প্রস্তুতিতে নিজেকে নিমজ্জিত রাখো। ঘষামাজা করে নিজেকে সেই পুরনো ফর্মে ফিরিয়ে নিয়ে যাও।
আইপিএলের নিলামে পৃথ্বীর ন্যূনতম মূল্য ছিল ৭৫ লক্ষ টাকা। তবু অবিক্রিত থেকে গিয়েছেন পৃথ্বী। কোনও দলই তাঁকে নেওয়ার আগ্রহ দেখায়নি। তার আগে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের আগে মুম্বই দল থেকেও ছেঁটে ফেলা হয়েছিল পৃথ্বীকে। তবে চলতি সৈয়দ মুস্তাক আলি টি-২০-র দলে ফেরানো হয়েছে পৃথ্বীকে।
পৃথ্বীর কেরিয়ারের এই উৎরাই দেখে মন খারাপ ইংল্যান্ডের কিংবদন্তি কেভিন পিটারসেনের। তিনি মনে করেন, পৃথ্বীর চারপাশে ভাল মানুষদের দরকার। যাঁরা তাঁকে উদ্বুদ্ধ করতে পারবেন। এই কঠিন অধ্যায় পেরিয়ে যেতে সাহায্য করতে পারবেন। সেই সঙ্গে পৃথ্বীকে সোশ্যাল মিডিয়া ছেড়ে বেরিয়ে আসার পরামর্শও দিয়েছেন কেপি।
সোশ্যাল মিডিয়ায় কেপি লিখেছেন, 'খেলার মাঠের কিছু মহান গল্প আসলে ফিরে আসার কাহিনি। পৃথ্বীর চারপাশে যদি এমন কিছু ভাল মানুষ থাকেন যাঁরা ওর দীর্ঘকালীন সাফল্য চান, তাহলে ওর সঙ্গে বসুন। ওকে বলুন সোশ্যাল মিডিয়া ছেড়ে বেরতে। সুপারফিট হয়ে উঠতে যেন প্রবল পরিশ্রম করে, সেটা বোঝান। তাতেও ও সঠিক পথে ফিরবে, যাতে ওর অতীত সাফল্যও ফিরে আসবে। এতই প্রতিভাবান যে, ওকে ছুড়ে ফেলে দেওয়া যায় না। ভালবাসা সহ, কেপি।'
যদিও সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতেও ছন্দে নেই পৃথ্বী। সার্ভিসেসের বিরুদ্ধে শূন্য করে ফিরেছেন। ৩ বল খেলে। টুর্নামেন্টে ৫ ম্যাচে সাকুল্যে ৯৬ রান করেছেন। মাত্র ১৯.২০ গড়ে। স্ট্রাইক রেট ১৩৭.১৪। সর্বোচ্চ স্কোর নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৯ বলে ৪০ রান।