IND vs SA 1st Test: নেই পন্থ, ঈশান কিষাণ, প্রথম টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে কিপিংয়ে কে? জানালেন কোচ দ্রাবিড়
Indian Cricket Team: মানসিক স্বাস্থ্যজনিত কারণে ঈশান কিষাণ ভারতীয় টেস্ট দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে খবর।

সেঞ্চুরিয়ান: ২৬ ডিসেম্বর, বক্সিং ডেতে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs SA 1st Test) খেলতে নামবে। ৩১ বছর ধরে রামধনুর দেশে ভারতীয় দল (Indian Cricket Team) টেস্ট সিরিজ় জিততে পারেনি। অবশেষে সেই খরা কাটানোর লক্ষ্যেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজ়ের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দলের সিনিয়র ক্রিকেটাররা ফিরেছেন। তবে সিরিজ় থেকে নিজের নাম তুলে নিয়েছেন ঈশান কিষাণ।
ঈশান সরে দাঁড়ানোয় লাল বলের সিরিজ়ে কাকে ভারতীয় দলের হয়ে উইেকেটের পিছনে দস্তানা হাতে দেখা যাবে সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কেএল রাহুল (KL Rahul) সীমিত ওভারের ক্রিকেটে কিপিং করলেও, টেস্টে তাঁকে কিপিং করতে দেখা যায় না। কিষাণও নেই। কেএস ভরতের আবার ব্যাটিং নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। সেই কারণেই এই নিয়ে জল্পনা তৈরি হয়। তবে প্রথম টেস্টে আগে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রায় নিশ্চিত করে দিলেন যে কেএল রাহুলই টেস্টে কিপিং করবেন।
দ্রাবিড় বলেন, 'এটা বেশ রোমাঞ্চকর একটা চ্যালেঞ্জ হতে চলেছে। একটা নতুন কিছু করার সুযোগ রয়েছে ওর কাছে। ঈশান না থাকায় আমাদের কাছে দুইজনের বিকল্পের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ ছিল। রাহুল এই নতুন চ্যালেঞ্জটা নেওয়ার জন্য বেশ আত্মবিশ্বাসী। জানি লাল বলের ক্রিকেটে ও এই বিষয়টার সঙ্গে খুব একটা পরিচিত নয়। তবে ৫০ ওভারের ফর্ম্যাটে তো এর আগে কিপিং করেছে। সেই অভিজ্ঞতাটাই যথেষ্ট।'
দ্রাবিড় আরও যোগ করেন, 'বিগত পাঁচ-ছয় মাসে ও প্রচুর কিপিং করেছে। এখানে একটা সুবিধা যে স্পিনের থেকে ফাস্ট বোলাররা অনেক বেশি বল করবে, যা ওর কাজটাকে খানিক হলেও সহজ করে দেবে। দেখা যাক কেমন কী হয়। যে ব্যাটিং করার পাশাপাশি কিপিংও করতে পারে, এমন একজন দলে থাকলেও তো বেশ ভালই হয়।'
প্রসঙ্গত, এই ম্যাচের আগেই হঠাৎ করেই বিরাট কোহলির ভারতীয় শিবির ছাড়ার খবর শোনা গিয়েছিল। তবে ম্যাচের আগেই ফিরে আসলেন কোহলি। যোগ দিলেন ভারতীয় শিবিরে। বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় শিবির ছাড়ার বিষয়ে আগে কোনও খবর না থাকলেও, নতুন রিপোর্ট অনুযায়ী কোহলি নাকি আগেভাগেই টিম ম্যানেজমেন্টকে এই বিষয়ে জানিয়েছিলেন। তাঁর লন্ডনে যাওয়াটা জরুরি ছিল এবং সেই বিষয়ে তিনি ম্যানেজমেন্ট জানিয়ে ছুটি নিয়ে নিয়েছিলেন। সেই কারণেই তিনি আন্তঃদলীয় ম্যাচে অংশগ্রহণ করেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: প্রথম টেস্টের আগেই ফিরলেন তিনি, ভারতীয় শিবিরে যোগ দিলনে বিরাট কোহলি




















