(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs BAN: আচমকা একাদশ থেকে বাদ গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে কেন এমন সিদ্ধান্ত?
Subhman Gill: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। রবি শাস্ত্রী তখন তাঁকে প্রশ্ন করেন টিম কম্বিনেশন কেমন হবে, তখন রোহিত বলেন গিলের বদলে সরফরাজ খেলবেন।
বেঙ্গালুরু: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুটো ম্য়াচেই খেলেছিলেন। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজেও দলে ছিলেন। কিন্তু বেঙ্গালুরুতে প্রথম টেস্টের ভারতীয় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে শুভমন গিলকে। এন চিন্নাস্বামী স্টেডিয়ামে রোহিত শর্মা যখন টসের জন্য এলেন তখনই তিনি জানালেন যে এই টেস্টে গিল খেলবেন না। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। রবি শাস্ত্রী তখন তাঁকে প্রশ্ন করেন টিম কম্বিনেশন কেমন হবে, তখন রোহিত বলেন গিলের বদলে সরফরাজ খেলবেন।
রোহিত জানান, গিলের ঘাড়ে ও কাঁধে ব্যথা রয়েছে। ম্য়াচের আগে ব্যথা আরও বেড়ে যায় ডানহাতি ব্যাটারের। ফলে তাঁকে এই টেস্টে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্য়ানেজমেন্ট। তাঁর পরিবর্তে স্বাভাবিকভাবেই সরফরাজ ঢুকে পড়েছেন। ইরানি ট্রফিতে দ্বিশতরান হাঁকিয়েছিলেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা এই তরুণ ব্যাটার।
ভারতীয় অধিনায়ক জানান পিচ ঢাকা থাকায় শুরুটা চ্যালেঞ্জিং হবে বটে, তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোহিতরা। তিনি টসের সময় বলেন, 'পিচট বিগত দুই দিন ঢাকা ছিল। তাই আমরা জানি যে ম্যাচের শুরুটা একটু খটমট হতে পারে। সেটা মাথায় রেখেই আমরা বোর্ডে বড় রান তুলতে চাই। প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গেলেও, চারদিন রয়েছে। আর চারদিনে কিন্তু অনেক কিছু হতে পারে। এই চার দিনেই ম্যাচের ফলাফল নির্ধারিত হোক, এমনটা তো আমরা চাই। শেষ কয়েকটা ম্যাচে আমরা যেমন খেলেছি, তা কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আমরা (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) টেবিলেও বেশ ভাল জায়গাতেই রয়েছি।'
নিউজ়িল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও জানান তিনিও টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। এই সিরিজ়ের আগে শ্রীলঙ্কার মাটিতে পরাজিত হয়েছে কিউয়িরা। এই ম্যাচের আগেও বৃষ্টি বাধা সৃষ্টি করেছে আউটডোর অনুশীলনে।
এদিকে, ব্য়াটিং নিলেও একেবারেই চিন্নাস্বামীতে সুবিধেজনক জায়গায় নেই টিম ইন্ডিয়া। শুরুতেই বিরাট বিপাকে টিম ইন্ডিয়া। ৫০ রানের গণ্ডিও পার করতে পারেনি, তার আগেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে রোহিত বাহিনী। লাঞ্চে ভারতের স্কোর ৩৪ রানের বিনিময়ে ছয় উইকেট। উইলিয়াম ও রুর্ক তিনটি, ম্যাট হেনরি দুই ও টিম সাউদি একটি উইকেট নেন।
আরও পড়ুন: খাতাই খুলতে পারলেন না চার ভারতীয়, লাঞ্চে মাত্র ৩৪ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছে টিম ইন্ডিয়া