India vs New Zealand 1st Test Live: ৫০ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩, ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে কিউয়িরা, লাইভ আপডেট
India vs New Zealand 1st Test day 2: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও বেঙ্গালুরুতে গোটা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস রয়েছে।
LIVE
Background
বেঙ্গালুরু: পূর্বাভাস আগে থেকেই ছিল, সেই পূর্বাভাস মতোই বুধবার বেঙ্গালুরুতে কার্যত আকাশ ভেঙে নামে ঝমঝমিয়ে বৃষ্টি। সেই বৃষ্টির জেরে এক বলও খেলা তো দূর, ম্যাচের টস করা পর্যন্ত সম্ভব হয়নি। ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের (IND vs NZ 1st Test) দ্বিতীয় দিনেও কি একইরকম পরিস্থিতি হবে? কেমন থাকবে 'গার্ডেন সিটি'র আবহাওয়া?
AccuWeather-র রিপোর্ট ক্রিকেটপ্রেমীদের খুব একটা কিন্তু স্বস্তি দেবে না। এই রিপোর্ট অনুযায়ী, ম্যাচ শুরুর সময়কালে মাত্র ১৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন যত গড়াবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ১০টার দিকে ১৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনাটাই বেড়ে দাঁড়াবে ৪৪ শতাংশ। বেলা ১২ টার দিকে সেই সম্ভাবনাটা ৫১ শতাংশ। দুপুরের দিকে ১টা নাগাদ সেটা খানিক কমে ৩৮ শতাংশ রয়েছে। তবে বিকেলে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিষয়টা হল দ্বিতীয় দিনের খেলা হয়তো প্রথম দিনের মতো সম্পূর্ণ ভেস্তে যাবে না। কিন্তু বারংবার বৃষ্টির জেরে ম্যাচে বিঘ্ন ঘটার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর আকাশ তো গোটা দিনভরই মেঘলা থাকার পূর্বাভাস।
এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। ম্যাচে খেলা কী সম্ভব হবে আদৌ? সময়ই দেবে এর জবাব। আপাতত অপেক্ষা আর আশা করা ছাড়া আর কোনও বিকল্প নেই। তবে প্রথম দিনের যে পরিমাণ সময় ভেস্তে গিয়েছে, তা যাতে খানিকটা হলেও উদ্ধার করা যায়, তার জন্য কিন্তু আম্পায়াররা ইতিমধ্যেই দিনের খেলা শুরুর সময়ে বদল এনেছেন।
আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যাচ প্রাথমিকভাবে ৯.৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও, তা ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৯.১৫ থেকে শুরু হতে চলেছে ২২ গজের দ্বৈরথ। সব ঠিকঠাক থাকলে সকাল ৮.৪৫ নাগাদ ম্যাচের টস আয়োজিত হওয়ার কথা।
নতুন সময় অনুযায়ী সকাল ৯.১৫ থেকে ১১.৩০টা পর্যন্ত প্রথম সেশন আয়োজিত হওয়ার কথা। ১২.১০ থেকে দুপুর ২.২৫ পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন। তারপর চা পানের বিরতি। শেষ সেশন শুরু হবে দুপুর ২.৪৫ চলবে বিকেল ৪.৪৫ পর্যন্ত।
IND vs NZ Live Score: দ্বিতীয় দিনের শেষে ৫০ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩
দ্বিতীয় দিনের শেষে ৫০ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ক্রিজে রবীন্দ্র (২২ রান) ও ডারিল মিচেল (১৪ রান)। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে কিউয়িরা।
India vs New Zealand Live: ৪৭ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৪/৩
৪৭ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৪/৩। ক্রিজে রয়েছেন রাচিন (২১) ও ডারিল মিচেল (৯ রান)।
IND vs NZ Live: ৯১ রান করে অশ্বিনের বলে বোল্ড কনওয়ে
৯১ রান করে অশ্বিনের বলে বোল্ড কনওয়ে। নিউজ়িল্যান্ডের স্কোর ১৫৪/৩।
India vs New Zealand Live Score: ৩৩ রান করে জাডেজার বলে ফিরলেন ইয়ং
৩৩ রান করে জাডেজার বলে ফিরলেন ইয়ং। ৮৯ রানে ক্রিজে কনওয়ে। নিউজ়িল্যান্ডের স্কোর ১৪২/২। ভারতের চেয়ে ৯৬ রানে এগিয়ে।
IND vs NZ Live Score: ২৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১০৭/১
একশো পেরিয়ে গেল নিউজ়িল্যান্ড। ২৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১০৭/১।