Mayank Agarwal: ম্যাচ খেলে ফেরার পথে অসুস্থ ময়ঙ্ক আগরওয়াল, ভর্তি হলেন হাসপাতালে
Karnataka State Cricket Association: মঙ্গলবার বিমানে অসুস্থ হওয়ার পরে তাঁকে আগরতলার হাসপাতালেই ভর্তি করা হয় বলে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়।
প্রসেনজিৎ সাহা, আগরতলা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) ত্রিপুরার বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেয়েছে তাঁর দল। তবে সেই ম্যাচ খেলে ফেরার পথেই বিপত্তি। নয়াদিল্লিগামী বিমানে আকাশপথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কর্ণাটক দলের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার (Karnataka State Cricket Association) তরফে পিটিআইকে ময়ঙ্কের অসুস্থার বিষয়ে দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার তাঁকে তড়িঘড়ি আগরতলার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীর কেমন আছে, সেই বিষয়ে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি। এমনকী তাঁর কী কারণেই বা তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, সেই বিষয়েও রয়েছে ধোঁয়াশা।
ত্রিপুরার বিরুদ্ধে এক লো স্কোরিং ম্যাচের প্রথম ইনিংসে অধিনায়ক ময়ঙ্ক দুরন্ত অর্ধশতরান হাঁকান। কিষাণ বেদারে এবং বিজয়কুমার বিশাখও হাফসেঞ্চুরি করেন। এই তিন অর্ধশতরানের সুবাদে কর্ণাটক ২৪১ রান তোলে। জবাবে ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা ২০০ রানেই অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে কর্ণাটককে মাত্র ১৫১ রানে অল আউট করার পর ত্রিপুরার জয়ের বড় সুযোগ তৈরি হয়েছিল। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায় অনবদ্য ৮২ রানের ইনিংসও খেলেন। তা সত্ত্বেও মাত্র ১৬৩ রানে অল আউট হয়ে যায় ত্রিপুরা। বিশাখ তিন ও কাভেরাপ্পা চার উইকেট নেন। ২৯ রানে জয় পায় কর্ণাটক। এই জয়ের সুবাদে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষেই রয়েছে কর্ণাটক। তামিলনাড়ুর থেকে নেট রানে এগিয়ে থাকায় সমান পয়েন্ট সত্ত্বেও ময়ঙ্করা একে।
মঙ্গলবার আড়াইটার বিমানে ফেরার জন্য বিমান ধরেন কর্নাটকের গোটা দল। ময়ঙ্কের গোটা কর্ণাটক দলের সঙ্গে দিল্লি হয়ে রাজকোটে যাওয়ার কথা ছিল। তবে সফরপথেই তিনি অসুস্থ হয়ে যান। কর্নাটকের অধিনায়ক ময়ঙ্ক বিমানে উঠে বিমান সেবিকার কাছ থেকে জল চান। সীটের সামনেই ছিল খোলা জলের বোতল। সেই জল পান করতেই বিপত্তি। গলায় জ্বলন শুরু হয় তাঁর। এরপরই বমি করেন ময়ঙ্ক। আগরতলা বিমানবন্দর থেকে তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে তাঁকে দেখতে যান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই ঘটনার পর কর্ণাটক ক্রিকেট দলের ম্যানেজার রমেশ রাও পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। উক্ত জলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। চিকিৎসকের বক্তব্য আপাতত সঙ্কট মুক্ত ময়ঙ্ক আগরওয়াল। তবে গলায় স্বর আসতে দিন দু'য়েক মতো সময় লাগতে পারে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাননি কর্ণাটক দলের ম্যানেজমেন্ট। অফ ক্যামেরায় দলের ম্যানেজার জানান, তারা চাযননা প্রকৃত সত্য বেড়িয়ে আসার আগে, বিমান কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্যের বদনাম হোক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে আদৌ খেলবেন বিরাট কোহলি?