Mohammed Azharuddin: 'ক্রিকেট খেলে ভুল করেছি..', আক্ষেপের সুর আজহারউদ্দিনের গলায়
Mohammed Azharuddin Update: হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনেক দুর্নীতি তিনি ফাঁস করে দেওয়ায় তাঁকে এখন অ্যাসোসিয়েশনের নির্বাচনেও দাঁড়াতে দেওয়া হয় না বলেও জানিয়েছেন আজহার।

হায়দরাবাদ: দেশের ক্রিকেটে তাঁর নাম বিভিন্ন ইস্যুতে বারবার উঠে এসেছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। ক্রিকেটার জীবনে তাঁর কব্জির মোচড়ে একাধিক চার-ছক্কা ছিল দর্শনীয়। এমনকী ব্যক্তিগত জীবনও ছিল বেশ বর্ণময়। কিন্তু সেই মহম্মদ আজহারউদ্দিনই এবার মনে করছেন যে তাঁর ক্রিকেট খেলাই নাকি ভুল হয়েছে। তিনি তার জন্য আক্ষেপও করছেন। হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তরের স্ট্য়ান্ড থেকে নাম তুলে নেওয়া হয়েছিল আজহারউদ্দিনের। এরপরই এই মন্তব্য করেছেন আজহার। বিসিসিআইয়ের কাছে চিঠিও পাঠিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনেক দুর্নীতি তিনি ফাঁস করে দেওয়ায় তাঁকে এখন অ্যাসোসিয়েশনের নির্বাচনেও দাঁড়াতে দেওয়া হয় না বলেও জানিয়েছেন আজহার। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ''আমার সত্যিই পুরো বিষয়টা বেশ অসম্মানজনক মনে হচ্ছে। আমার এখন মনে হচ্ছে যে আমার ক্রিকেট খেলেই ভুল হয়েছে। যার জন্য আমি এখন আক্ষেপ করছি।'' উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হায়দরাবাদ ক্রিকেট অ্য়াসোসিয়েসনের সভাপতি ছিলেন আজহারউদ্দিন।
যখন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন আজহার। সেই সময়ই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপির অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। এই প্রথমবার কংগ্রেসের নেতাকে সমন পাঠানো হল। গত ৩ অক্টোবরের মধ্যে ইডির সামনে হাজিররার নির্দেশ দেওয়া হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনকে। তবে আজহারউদ্দিন ইডির অফিসে যাননি। তিনি হাজিরার আগে খানিকটা সময় চেয়ে নিয়েছেন। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ডিজেল জেনারেটর কেনা, অগ্নিনির্বাপক পদ্ধতির উন্নতির জন্য যে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থের হেরফেরের অভিযোগ উঠেছে আজহারউদ্দিনের বিরুদ্ধে।
ইডেনে লেজার শো?
আজ ২১ এপ্রিল ইডেনে কেকেআর বনাম গুজরাত টাইটান্স দ্বৈরথ। সোমবারের ম্যাচে দুই ইনিংসের বিরতিতে একটি বিশেষ লেজার শোয়ের বন্দোবস্ত করেছে কেকেআর। সেই সময় স্টেডিয়ামের সব আলো নিভিয়ে দেওয়া হবে। তারপর অন্ধকার আকাশ চিরে চলবে রঙিন আলোর খেলা। চোখ ধাঁধিয়ে দেবে দর্শকদের। শুধু সেখানেই শেষ নয়। প্রত্যেক দর্শকও এই রোমাঞ্চের অংশীদার হতে পারবেন নিজেদের স্মার্টফোন থেকে। তার জন্য শুধু ডাউনলোড করতে হবে কেকেআর নাইট ক্লাব মোবাইল অ্যাপ। সেই অ্যাপে একটি বিশেষ ফিচার যোগ করা হয়েছে। লেজার শোয়ের সময় সেই অ্যাপের মাধ্যমেই দর্শকদের হাতে ধরা মোবাইল ফোনের টর্চলাইট আপনা হতেই সুরের তালে তালে জ্বলতে নিভতে শুরু করবে।




















