ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও দুটো টেস্টে খেলেননি বুমরা। গৌতম গম্ভীর ও শুভমন গিল আগেই জানিয়েছিলেন যে ইংল্য়ান্ড সিরিজে টানা পাঁচটি ম্য়াচ খেললে বুমরার চোট পাওয়ার সম্বাবনা বাড়তে পারে। তার জন্যই তারকা পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাওস্কর, বেঙ্গসরকরের মত ব্যক্তিত্ব।
World Best Wicket Keeper: ধোনি, পন্থ কেউ নয়, আজহারের চােখে বিশ্বের সেরা উইকেট কিপার কে?
Syed Kirmani: দেশের জার্সিতে কিরমানি ৮৮ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। ৪৯ টি ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন। টেস্টে ২৭৫৯ রান ও ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৭৩ রান করেছিলেন।

হায়দরাবাদ: না মহেন্দ্র সিংহ ধোনি, না ঋষভ পন্থ। এঁরা কেউ নন। বিশ্বের সেরা উইকেট কিপার হিসেবে সৈয়দ কিরমানিকে বেছে নিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি মনে করেন শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের সেরা উইকেট কিপার ব্যাটার কিরমানি। তিরাশির বিশ্বকাপে কিরমানির অবদান অনস্বীকার্য ছিল বলে মনে করেন আজহারউদ্দিন।
আজহারউদ্দিন ও কিরমানি একসঙ্গে দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুম ভাগ করেছেন। ১৯৮৫ সালে অভিষেক হয়েছিল আজহারের। অন্যদিকে ১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহম্মদ আজহারউদ্দিনের। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ''বিশ্বের সেরা উইকেট কিপার সৈয়দ কিরমানি। এই ধরণের উইকেট কিপার ব্যাটার আর ভারতীয় ক্রিকেটে আসবে কি না সন্দেহ আছে। চারজন স্পিনারের বিরুদ্ধে উইকেট কিপিং করাটা কখনওই সোজা কাজ ছিল না। ১৯৮৩ সালে অনেকগুলো দুর্দান্ত ক্যাচ লুফেছিলেন কিরমানি। যে ম্য়াচে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন কপিল দেব। সেই ম্য়াচেও গুরুত্বপূর্ণ ২৪ রান করেছিলেন কিরমানি। আশা করি ভগবান অনেক বড় জীবন দেবেন ওঁকে।
দেশের জার্সিতে কিরমানি ৮৮ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। ৪৯ টি ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন। টেস্টে ২৭৫৯ রান ও ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৭৩ রান করেছিলেন। লাল বলের ফর্ম্য়াটে মোট ২টো শতরান ও ১২টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন।
এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারেন বুমরা
অতিরিক্ত খেলার ধকল কাটাতে বুমরাকে এশিয়া কাপের দলেও না রাখা হতে পারে। জানিয়ে রাখা যাক, ২০২৫ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। সব কিছু ঠিকঠাক চললে এশিয়া কাপের ফাইনাল ২৯শে সেপ্টেম্বর খেলা হবে। অন্যদিকে, ২ অক্টোবর থেকে টিম ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে। এমতাবস্থায় তিনি এশিয়া কাপে না-ও খেলতে পারেন। সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, "এটা কঠিন সিদ্ধান্ত হবে। বুমরা টেস্ট ক্রিকেট পছন্দ করে। টি-টোয়েন্টির কথা বললে, ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ড্রেস রিহার্সাল হবে।"




















