Mohammed Shami: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু শামির, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট
Indian Cricketer Mohammed Shami: ভারতের এই তারকা ডানহাতি পেসারকে। ৩৩ বছরের তারকা পেসার নিজের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ছবি পোস্ট করেছেন।
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহম্মদ শামি। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ভারতের এই তারকা ডানহাতি পেসারকে। ৩৩ বছরের তারকা পেসার নিজের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে নীল টি-শার্ট পরে অনুশীলনে গা ঘামাচ্ছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই তারকা পেসার। নিজের ছবির ক্যাপশনে শামি লিখেছেন, ''হাতে বল, আর হৃদয়ে আমার এতেই পরিপূর্ণ, খেলায় ফেরার জন্য রীতিমত তৈরি।''
View this post on Instagram
ভারতীয় দলের তারকা পেসার শামি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমত ঘেঁটে তিনি গত কয়েক বছর ধরে। এরইমধ্যে সম্প্রতি একটি পডকাস্ট চ্যানেলে এসে শামি নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেট কেরিয়ার সবকিছু নিয়েই মুখ খুলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু শামির, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সবকিছু নিয়েই মুখ খোলেন ডানহাতি পেসার। বিশ্বকাপে অনবদ্য ফর্মে ছিলেন শামি। দল খেতাব হাতছাড়া করলেও, প্রথম ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি। তবে তারপরে ভারত-ইংল্যান্ড সিরিজ়ে মাঠে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি তিনি। বাধ সাধে গোড়ালি। শেষমেশ বাধ্য হয়েই ফেব্রুয়ারিতে গোড়ালিতে অস্ত্রোপচার করান শামি।
শামির কথায়, বিরাট কোহলি ও ইশান্ত শর্মাই তাঁর সবথেকে কাছের বন্ধু। কারণ, চোট পাওয়ার পর তিনি যখন মাঠের বাইরে ছিলেন তখন এই দুই জন বরাবর তাঁর পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসাপর্বে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। তাঁর খোঁজ নিয়েছেন। অস্ত্রোপচারের পর তাঁর সেরে উঠতে অনেকটা সময় লেগে যায়। ২০২৪-এর আইপিএল ও টি২০ বিশ্বকাপেও তিনি থাকতে পারেননি। ভারতীয় ক্রিকেট দলে শামির অভাব অনুভূত হয়েছে। গতবছর একদিনের বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফর ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যায়নি। চোট নিয়ে ভোগা সত্ত্বেও, একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন তিনিই। ৭ ম্যাচে ২৪ উইকেট নেন। গড় ১০.৭০।
আরও পড়ুন: বিরাট বদল হতে পারে আইপিএলে, আগামী সপ্তাহের বৈঠকে দেওয়া হতে পারে অভিনব প্রস্তাব