India vs England: দেড় বছর পর ফিরলেন শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে একাধিক চমক
Mohammed Shami: প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন। চোট সারিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য যে দল বেছে নেওয়া হল শনিবার, সেখানে রাখা হয়েছে বাংলার পেসার শামিকে।

মুম্বই: তিনি জাতীয় দলের জার্সিতে শেষ খেলেছেন প্রায় দেড় বছর আগে । ২০১৯ সালের ১৯ নভেম্বর । আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনালে ।
সেই মহম্মদ শামি (Mohammed Shami) প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন । চোট সারিয়ে । ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য যে দল বেছে নেওয়া হল শনিবার, সেখানে রাখা হয়েছে বাংলার পেসার শামিকে ।
দলে রয়েছে একাধিক চমক । যার মধ্যে অন্যতম, সহ অধিনায়ক হিসাবে অক্ষর পটেলের নির্বাচন । দলে হার্দিক পাণ্ড্যর মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও অক্ষরকে সহ অধিনায়ক করা হয়েছে । কারও কারও মতে, গুজরাতের ক্রিকেটার হওয়ার কারণেই কি সহ-অধিনায়ক করা হল অক্ষরকে ? আঙুল তোলা হচ্ছে ভারতীয় বোর্ডের জয় শাহ লবির দিকে । কারও কারও মতে, হার্দিক পাণ্ড্যকে পুরোপুরি উপেক্ষা করার মতো জায়গা কি সত্যিই রয়েছে ?
দলে রাখা হয়নি ঋষভ পন্থকে । আইপিএলের নিলামে পন্থ যতই রেকর্ড অঙ্কে বিক্রি হোন না কেন, ভারতের টি-২০ দলে জায়গা পেলেন না । টি-২০ দলে পন্থের আগে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল । এঁদের মধ্যে সঞ্জুর জায়গা পাওয়া নিয়ে জল্পনা চলছিল । শোনা যাচ্ছিল, শৃঙ্খলাজনিত কারণে কেরলের রাজ্য দল থেকেই বাদ পড়েছেন সঞ্জু । রাজ্য দলে না থাকা কোনও ক্রিকেটারকে কীভাবে জাতীয় দলে সুযোগ দেওয়া হল, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে ।
View this post on Instagram
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল (উইকেটকিপার) ।
আরও পড়ুন: ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ, মুণ্ডিত মস্তকে হজযাত্রায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
