Dhoni: আইপিএলের আগে ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন ধোনি, অবসরের সিদ্ধান্ত নিয়ে আফশোস রয়েছে?
IPL 2025: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। তবে আইপিএলে (IPL) এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংস এবারও রিটেন করেছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)।
রাঁচি: তাঁকে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে চিহ্নিত করেন অনেকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। তবে আইপিএলে (IPL) এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংস এবারও রিটেন করেছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। দেশজুড়ে, বিদেশেও তাঁর অসংখ্য ভক্ত এখন থেকেই অপেক্ষায় রয়েছেন, কবে ফের ব্যাট হাতে মাঠে নেমে পড়বেন মাহি। আর তাঁর ব্যাট থেকে বেরনো হেলিকপ্টার শট আছড়ে পড়বে গ্যালারিতে।
আইপিএলের আগে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন ধোনি। ক্যাপ্টেন কুল বলেছেন, 'আগের মতো ফিট আমি নই। এখন অনেক বেশি পরিশ্রম করতে হয়। ক্রিকেটের জন্য ফিট থাকতে কী খাচ্ছি, কী করছি সব দিকে বাড়তি সচেষ্ট থাকতে হয়। তবে আমরা ফাস্টবোলার নই। ফলে ওদের মতো শারীরিক সক্ষমতা দরকার হয় না।'
ধোনির ফিটনেস মন্ত্র কী? নিজেই জানিয়েছেন মাহি। বলেছেন, 'মাঝের সময় আমি বিভিন্ন ধরনের খেলাধুলোয় নিজেকে ফিট রাখি। খাওয়াদাওয়া, জিম সব কিছুতেই খেয়াল রাখতে হয়। সময় পেলেই আমি অন্যান্য খেলা যেমন টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল খেলি। তাতে নিজেকে সবচেয়ে ভালভাবে ফিট রাখা যায়।'
oh I'm his unpaid PR 🥱 #Dhoni pic.twitter.com/NlvxE3k80I
— 𝖲𝖺𝗄🐣 (@chuphojasakshi) December 31, 2024
পাশাপাশি ধোনি জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটের অভাব অনুভব করেন না। ধোনির কথায়, 'আমি ভেবেছিলাম অবসরের পর অনেকটা সময় পাব। কিন্তু দুঃখজনকভাবে সেই সময় আমি পাইনি। আন্তর্জাতিক ক্রিকেটের অভাব আমি টের পাই না। আমি বিশ্বাস করি যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট চিন্তাভাবনা করা হয়। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটা নিয়ে আর চিন্তাভাবনা করার মানে হয় না। তাই ঈশ্বরের কৃপায় আমি খুব খুশি যে, দেশের জন্য যেটুকু করার সুযোগ পেয়েছি, করেছি।'
ক্রিকেটকে বেশি জটিল করে তোলায় বিশ্বাসী নন বলেও জানিয়েছেন মাহি। ধোনির কথায়, 'আগে দেখে নিতে হয় কোন ব্যাপারগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারছি আর কোনগুলো পারছি না। নিজের প্রস্তুতি, প্রতিপক্ষ নিয়ে হোমওয়ার্ক - এগুলো আমার নিয়ন্ত্রণে।'
আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।