Sachin Tendulkar: ডিপফেকের শিকার সচিন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল মুম্বই পুলিশ
Deep Fake: ডিপ ফেক ভিডিটিওতে সচিন ও তাঁর কণ্যা সারা কীভাবে সেই অ্যাপ ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন, সেই বিবরণ দিতে দেখা যায়।
মুম্বই: সাম্প্রতিক সময়ে বারংবার ডিপফেকের (Deep Fake) শিকার হয়েছেন তারকারা। দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার মতো বলিউডের এক ঝাঁক তারকাকে ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছিল। ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) সেই তালিকা থেকে বাদ পড়েননি। সেই দিনকয়েক আগেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সচিন। এবার সচিনের তরফে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল মুম্বই পুলিশ (Mumbai Police)।
একটি গেমিং ওয়েবসাইটের প্রচারে সম্প্রতি সচিনকে দেখা গিয়েছে। অ্যাপটির নাম স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট (Skyward Aviator Quest)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অ্যাপ। ভিডিওতে সচিন ও তাঁর কণ্যা সারা কীভাবে সেই অ্যাপ ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন, সেই বিবরণ দিতে দেখা যায়। তবে সচিন আগেই জানিয়েছিলেন, সেটি মোটেও তিনি নন। ডিপফেক প্রযুক্তির সাহায্যে অবিকল সচিনের ছবি ও গলার আওয়াজ নকল করে বেইআইনিভাবে নিজেদের অ্যাপ প্রমোট করে ওই সংস্থা।
সচিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটিও পোস্ট করেছেন। লিখেছেন, 'এই ভিডিওটা ভুয়ো। প্রযুক্তির এরকম অপব্যবহার খুবই বিরক্তিকর। এইরকম ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপ দেখলেই রিপোর্ট করুন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোরও সজাগ হওয়ার সময় এসেছে। অভিযোগ পেলে সেটা গুরুত্ব সহকারে দেখতে হবে। ভুয়ো তথ্য ও ডিপফেক রুখতে ওদের তরফে জরুরি পদক্ষেপ দরকার।'
These videos are fake. It is disturbing to see rampant misuse of technology. Request everyone to report videos, ads & apps like these in large numbers.
— Sachin Tendulkar (@sachin_rt) January 15, 2024
Social Media platforms need to be alert and responsive to complaints. Swift action from their end is crucial to stopping the… pic.twitter.com/4MwXthxSOM
এই সংস্থার মালিক ঠিক কে, তা এখনও জানা না গেলেও, মুম্বইয়ের পশ্চিম শাখার সাইবার সেল বিভাগে এক মামলা রুজু করা হয়েছে। সচিনের ব্যক্তিগত সহায়ক রমেশ পার্ধে সচিনের তরফে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয় যে সচিনের পুরনো এক ইউটিউব ভিডিও থেকে নকল করে স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট নিজেদের প্রচার ভিডিওটি বানিয়েছে। আইটির অ্যাক্টের ধারা ৬৬ এবং আইপিসি অ্যাক্টের ধারা ৫০০-র মারফত অভিযোগ দায়ের করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অস্ত্রোপ্রচারের পর কেমন আছেন তিনি? আপডেট দিলেন সূর্যকুমার যাদব