Namibia vs South Africa: ২২ গজে অঘটন! টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ প্রোটিয়া শিবিরকে হারিয়ে দিল নামিবিয়া
Namibia Cricket: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান বোর্ডে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার বোলিং আক্রমণ শক্তিশালী ছিল।

উইন্ডহক: বিশ্ব ক্রিকেটে অঘটন! টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 Cricket) বিশ্বের ১৬ নম্বর দল হারিয়ে দিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ দলকে। নামিবিয়া হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে (Namibia vs South Africa)। প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নেমেছিল নামিবিয়া। সেই ম্য়াচেই প্রতিপক্ষ শিবিরকে ৪ উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। ১৩৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল নামিবিয়া। শেষ পর্যন্ত শেষ বল পর্যন্ত লড়াই করে ম্য়াচ জিতে যায় নামিবিয়া।
নামিবিয়া ক্রিকেটের জন্য এটা বিশাল বড় একটা প্রাপ্তি ছিল। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন নামিবিয়া ক্যাপ্টেন গেরহার্ড এরাসমাস। যিনি ব্যাট ও বল ২টো বিভাগেই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান বোর্ডে তুলেছিল দক্ষিণ আফ্রিকা।
নামিবিয়া বোলিং অ্য়াটাকের মধ্যে ট্রাম্ফেলম্যান নিজের ৪ ওভারের স্পেলে ২৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। গেরহার্ড এরাসমান ২ ওভারে ১২ রান খরচ করে ১ উইকেট তুলে নেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার লুহান ডি প্রিটোরিয়াস ২২ রান করেন। রুবিন হরমন ২৩ রান করে আউট হন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জে স্মিথ। তিনি ৩১ রান করে আউট হন। ব্যাট করতে নেমে জেন গ্রিন ও গেরহার্ড এরাসমান ২১ রান করেন।
অ্য়াশেজের আগেও ব্রুকের মাথায় ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি ব্রুক জানিয়েছেন, "আমি জানি সামনেই অ্য়াশেজ রয়েছে। এটা আমাদের কাছে বিশাল একটা গর্বের সিরিজ। কিন্তু আমি এখনও ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে বেরতে পারিনি। সেই ২৫ দিন অসাধারণ ছিল। দুর্দান্ত খেলা হয়েছে দুটো দলের। দুর্দান্ত একটা সিরিজ, যা অনেকদিন পরে আমি খেললাম।''
সিরিজের শেষে ব্রুক দু দল মিলিয়ে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ৯ ইনিংসে ভারতের বিরুদ্ধে সেই টেস্ট সিরিজে ৪৮১ রান করেছিলেন ডানহাতি এই ব্য়াটার। ঝুলিতে ছিল দুটো শতরান। একটি ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে ৯৯ রান করে আউট হয়েছিলেন লিডসে। সেই ম্য়াচটি ইংল্য়ান্ড ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন শুভমন গিল। ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৫৪ রান। ৪টি শতরান ছিল ঝুলিতে।




















