Sandeep Lamichhane Visa Denied: সরকারের হস্তক্ষেপেও মিটল না সমস্যা, দ্বিতীয়বার লামিছানের ভিসা আবেদন নাকচ করল মার্কিন দূতাবাস
T20 World Cup 2024: লামিছানে নেপাল দলের অবিচ্ছেদ্য অঙ্গ। টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কোয়ালিফায়ারে তারকা লেগ স্পিনার নয় উইকেট নিয়েছিলেন তিনি
কাঠমাণ্ডু: নেপাল ক্রিকেট দলের সবথেকে বড় নাম তিনি। তবে সন্দীপ লামিছানের (Sandeep Lamichhane) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) অংশগ্রহণ ঘিরে প্রবল সংশয়। দ্বিতীয়বারের জন্য লামিছানের ভিসা আবেদন নাকচ করা হল। নেপাল সরকারের হস্তক্ষেপেও লাভের লাভ কিছুই হল না। তাঁর ভিসা আবেদন নাকচ হওয়ার খবর এক সরকারি বিবৃতিতে জানায় নেপাল ক্রিকেট সংস্থা।
সপ্তাহখানেক আগেই লামিছানের ভিসার আবেদন নাকচ হয়েছিল। তারপর নিজের সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ এবং হতাশা মিশিয়ে নেপাল তারকা লেখেন, 'আবার একই কাজ করল আমেরিকার দূতাবাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে যাওয়ার ভিসা দেওয়া হল না। ২০১৯-এর মতো এ বারও প্রত্যাখ্যান করা হল। নেপাল ক্রিকেটের সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আমি দুঃখিত।' ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ার জন্য়ও তাঁর ভিসার আবেদন নাকচ করেছিল মার্কিন দূতাবাস। সেই ধারাই অব্যাহত রইল।
লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। কাঠমাণ্ডু জেলা কোর্ট প্রাথমিকভাবে তিনি দোষী সাব্যস্ত হলেও, উচ্চ ন্যায়লয়ে আবেদন করার পর, পাঠান হাইকোর্টে নির্দোষ ঘোষণা করা হয় নেপাল ক্রিকেটারকে। নির্দোষ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর উপর থেকে নির্বাসন তুলে নেয় নেপাল ক্রিকেট সংস্থা। তারপরেই তারকা লেগস্পিনারের বিশ্বকাপে খেলার পথ খুলে যায়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে লামিছানের মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ ঘিরে প্রবল সংশয়। নাগাড়ে দ্বিতীয়বার লামিছানের ভিসা বাতিল হওয়ার পর তাঁর অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়েন। কাঠমাণ্ডুর রাস্তায় তাঁর অনুরাগীরা বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেন।
লামিছানে নেপাল দলের অবিচ্ছেদ্য অঙ্গ। টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কোয়ালিফায়ারে তারকা লেগ স্পিনার নয় উইকেট নিয়েছিলেন তিনি। আমিরশাহির বিরুদ্ধে এই টুর্নামেন্টের কোয়ালিফায়ার ম্য়াচে চার ওভারে ১৪ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছিলেন। তিনি না থাকলে যে নেপাল দলের বিরাট ক্ষতি হয়ে যাবে, তা বলাই বাহুল্য। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ জুন নেপাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। সেই ম্যাচে লামিছানে শেষ পর্যন্ত এই বাধা অতিক্রম করে মাঠে নামতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পলামিছছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এই মাঠেই হবে ভারত-পাক দ্বৈরথ, নাসাউ স্টেডিয়াম পরিদর্শন করে কী বললেন রোহিত শর্মা?