IND vs WI: নীতীশের প্রতিভায় আস্থা, তারকা অলরাউন্ডারকে 'গেমটাইম' দিতে আগ্রহী শুভমন গিলের ভারত
Nitish Kumar Reddy: ওয়েস্ট ইন্ডিজডের বিরুদ্ধে প্রথম টেস্টে নীতীশ কুমার রেড্ডির অবদান বলতে কেবল একটি ক্যাচ ধরা। তিনি ব্যাট করেননি, চার ওভার হাত ঘোরালেও কোনও উইকেটও পাননি।

নয়াদিল্লি: রাত পোহালেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্ট (IND vs WI)। সিরিজ়ে আপাতত ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ় পকেটে পুরে নিতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবেন শুভমন গিলরা (Shubman Gill)। এই টেস্টে ভারতীয় দলের একাদশ কেমন হবে, সেইদিকে সকলেরই নজর ছিল। সেই ম্যাচে ভারতীয় একাদশ নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) জায়গা পাওয়া নিশ্চিত।
ম্যাচের আগের দিন শুভমন গিল জানান নীতীশ কুমার রেড্ডিকে দল সুযোগ দিতে আগ্রহী। গিল বলেন, 'এই বিষয়ে আমরা আলোচনা করেছি। বিদেশের মাটিতে আমরা তৃতীয়-চতুর্থ পেসারের অভাবে ভুগি। ওকে শুধু বিদেশের মাটিতে খেলানোটা তো অনুচিত হবে। আমরা তো আগামী এক, দেড় বছরে বিদেশের মাটিতে তেমন ম্যাচ খেলব না, তাহলে তো ওকে সেই অর্থে খেলানোই যাবে না। ও তো আমাদের হয়ে ১০-১৫ ওভার করতে পারে পাশাপাশি ব্যাটিংটাও মন্দ নয়। অস্ট্রেলিয়ায় ওর ব্যাটিং দক্ষতাটা তো আমরা সকলেই দেখেছি। তাই ওর মধ্যে অনেক প্রতিভা এবং দক্ষতা রয়েছে, তা নিশ্চিত। তাই আমরা ওকে যথেষ্ট গেমটাইম দিতে চাই। পরিস্থিতি বুঝে ওকে উপরের দিকে বা নীচের দিকে, কখন কোথায় ব্যাটিং করানো হবে, সেই বিষয়টাও আমরা মাথায় রাখছি।'
প্রথম টেস্টে ব্যাট বা বল হাতে তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি নীতীশ কুমার রেড্ডি। সেই কারণেই আরও বেশি করে তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। তবে নয়াদিল্লিতে যে অপরিবর্তিত একাদশ নিয়েই ভারতীয় দল মাঠে নামবে, তা মোটামুটি নিশ্চিত। ম্যাচের আগে শুভমন গিলের মতোই দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও নীতীশের প্রতি আস্থা জ্ঞাপন করে, কার্যত একই কথা বলেছিলেন।
দুশখাতে বলেন, 'আমাদের একাদশ বদলের সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের এখন লক্ষ্য হল ভারতের জন্য একজন পেস বোলিং অলরাউন্ডার তৈরি করা। এটা কুব গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেলে যেখানে এই ভূমিকায় কাউকে দরকার হবে। আমরা গত সপ্তাহে নীতীশকে ভালভাবে দেখতে পাইনি। তাই এই ম্যাচে ওকে আরও একটা সুযোগ দিয়ে দেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। দলের ভারসাম্য বদল করার ইচ্ছে নেই। আমরা মনে করি ও একজন দুর্দান্ত পেসার অলরাউন্ডার।'
তিনি আরও যোগ করেন, 'অস্ট্রেলিয়া সফরে আমরা দেখেছি ব্যাটার হিসাবে ও কী করতে পারে। ওকে নিশ্চিত করতে হবে বিদেশ সফরের মাঠে যাতে পর্যাপ্ত ম্যাচ পায়। এই ধরনের সিরিজে কিন্তু কম্বিনেশন ঝানিয়ে নেওয়ার মস্ত বড় সুযোগ।' সুযোগ পাওয়া নিশ্চিত, শুক্রবার থেকে রাজধানীতে শুরু হতে চলা ম্যাচে সেই সুযোগকে নীতীশ কাজে লাগাতে পারেন কি না, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।



















