ODI World Cup 2023: ইংল্যান্ড ম্যাচেও নেই হার্দিক! কবে আবার মাঠে ফিরবেন তারকা অলরাউন্ডার?
Hardik Pandya: ভারত বনাম বাংলাদেশ ম্যাচেই বাঁ গোড়ালিতে চোট পান তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
লখনউ: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নিজেদের প্রথম পাঁচটি ম্যাচের পাঁচটিই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ফর্মে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমররা। তবে এতকিছু ইতিবাচক দিকের মধ্যেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা একটাই। তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ফিটনেস।
বাংলাদেশ ম্যাচে লিটন দাসের শট রুখতে গিয়ে বাঁ গোড়ালিতে চোট পান হার্দিক। সেই চোটের কারণে হার্দিক নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন হার্দিক চোটের কারণে ধর্মশালায় যাননি। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভারত বনাম বাংলাদেশ ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় বাঁ গোড়ালিতে চোট পান হার্দিক পাণ্ড্য। তারকা অলরাউন্ডারকে স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয় এবং তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ও বিসিসিআইয়ের মেডিক্যাব দলের তত্ত্বাবধানে থাকবে।'
জাতীয় দলের সঙ্গে ধর্মশালা যাওয়ার পরিবর্তে হার্দিক বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের তত্ত্বাবধানে চোট সারানোর কাজ চালাচ্ছেন। জানানো হয় হার্দিক সরাসরি দলের সঙ্গে লখনউতে ইংল্যান্ড ম্যাচের আগে যোগ দেবেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তেমনটা হচ্ছে না।
শোনা যাচ্ছে রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ড ম্যাচ তো নয়ই, এমনকী ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না তারকা অলরাউন্ডার। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ দুইটির একটিতে হার্দিক ফিরতে পারেন।
হার্দিক নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার বড় ভরসা। বল হাতে চতুর্থ পেসারের ভূমিকা পালন করার পাশাপাশি ছয় নম্বরে তাঁর ব্যাটিং দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ ম্যাচ জিতে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই বিশ্বকাপ সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমন পরিস্থিতিতে তারকা অলরাউন্ডারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে হার্দিক লখনউ নয়, মুম্বই বা কলকাতাতে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
বিসিসিআইয়ের তরফে কিছু জানানো না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শনিবার, ২৮ অক্টোবর তিনি এনসিএ-র নেটে মিনিট দশেক ব্যাট করেছেন। অল্পস্বল্প দৌড়েছেনও। তবে তিনি কবে ফিরছেন, সেই নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
বিশ্বকাপ এবং ক্রীড়া জগতের সমস্ত খবর জানতে চোখ রাখুন এবিপি লাইভে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন