ODI World Cup 2023 Final: গানের পারফরম্যান্স থেকে জলপানের বিরতিতে লেজার শো, ফাইনাল ঘিরে একগুচ্ছ কর্মসূচি বিসিসিআইয়ের
CWC 2023: একই স্টেডিয়ামে ভারত-পাকিস্তন ম্যাচ ঘিরেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল।
আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিশ্বকাপ ফাইনাল (ODI World Cup 2023 Final) ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা দেশ। ভারতের সামনে ১২ বছর পর ফের একবার বিশ্বজয়ের হাতছানি রয়েছে। মেগা ফাইনাল ঘিরে সাজ সাজ রব আমদাবাদ জুড়ে। ফাইনাল ম্যাচের আগে, পরে এবং ম্যাচ চলাকালীন দর্শকদের বিনোদনের জন্য একগুচ্ছ উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তরা।
রবিবাসরীয় আমদাবাদে ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর দু'টো নাগাদ। টস দুপুর দেড়টা নাগাদ। এরপরেই শুরু হবে একগুচ্ছ অনুষ্ঠান। টসের পর ১টা ৩৫ থেকে ১টা ৫০ পর্যন্ত ভারতীয় এয়ার ফোর্সের সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক দল পারফর্ম করবে। ইনিংসে মাঝে থাকবে গানের অনুষ্ঠান। প্রীতম চক্রবর্তী, জোনিতা গাঁধী, অমিত মিশ্ররা পারফর্ম করবেন দুই ইনিংসের মাঝে। এগুলি তো রয়েইছে। তবে শুধু ম্যাচ শুরুর আগে এবং ইনিংসের মাঝেই নয়, বিনোদনের বন্দোবস্ত থাকছে জলপানের স্বল্প দৈর্ঘ্যের বিরতির সময়ও।
প্রথম ইনিংসের জলপানের বিরতির সময় আদিত্য গাঁধভী পারফর্ম করবেন। দ্বিতীয় ইনিংসের বিরতির সময় থাকছে বিশেষ লেজার এবং লাইট শো। বিশ্বকাপে ২২ গজের লড়াইয়ের পাশাপাশি মাঠে উপস্থিত সকলের জন্য বিনোদনের একগুচ্ছ ব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে ফাইনাল ম্যাচে উপস্থিত দর্শকদের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে রাখতে তৎপর বিসিসিআই, তা বলাই বাহুল্য।
তবে ফাইনাল ম্যাচের আগে মহার্ঘ আমদাবাদ। গুজরাতের শহরের হোটেল ভাড়া থেকে সেখানে পৌঁছনোর বিমানের টিকিট, সবই যেন আকাশ ছুঁয়েছে। বিশ্বকাপের ফাইনালের প্রাক্কালে আমদাবাদের প্রখ্যাত ফাইভ স্টার হোটেলগুলিতে থাকতে হলে গুণতে হবে লক্ষাধিক টাকা ! গুজরাতের স্থানীয় সংবাদসংস্থা ও জাতীয় সংবাদসংস্থাগুলির দেওয়া তথ্য জানাচ্ছে যে তথ্য। সাধারণ হোটেলে থাকার জন্যও ১০ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে বলেই খবর। পাশাপাশি একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে আমদাবাদ শহরের উড়ে যাওয়ার বিমান ভাড়া। যেমনটা দেখা গিয়েছিল, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান মেগা ম্যাচের আগেও। তবে তাতে কিন্তু দর্শকদের উত্তেজনা, উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি। এবার ভারতীয় দল ম্যাচ জিতে দেশবাসীকে তৃতীয় বিশ্বকাপ উপহার দিতে পারে কি না, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: ফাইনালে কেটেলবরো-কাঁটায় উদ্বিগ্ন ভারতীয় সমর্থকরা, উঠল তাঁকে দেশে ফেরত পাঠানোর দাবিও