ODI World Cup 2023: মালা পরিয়ে, পুষ্পবৃষ্টি করে চলল বরণের পালা, ইংল্যান্ড ম্যাচের আগে লখনউ পৌঁছল টিম ইন্ডিয়া
Indian Cricket Team নিজেদের প্রথম পাঁচ ম্যাচ জিতে বর্তমানে লিগ তালিকায় শীর্ষে ভারত। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশ্বকাপের শেষ চারের দিকে টিম ইন্ডিয়াকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
লখনউ: চলতি বিশ্বকাপে তড়তড়িয়ে ছুটছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বিজয়রথ। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এরপর সপ্তাহখানেকের লম্বা বিশ্রামের পর আসন্ন রবিবার, ২৯ অক্টোবর নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি (IND vs ENG) হবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। লখনউয়ের একানা স্টেডিয়ামে (Ekana Cricket Stadium) খেলা হবে ম্যাচটি। সেই ম্যাচের আগে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও, বুধবার, ২৫ অক্টোবরই নবাবদের শহরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।
রোহিত, বিরাটদের লখনউয়ে পৌঁছনোর একটি ভিডিও বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে টিম ইন্ডিয়াকে নীল রঙের একটি বাসে চেপে হোটেলে আসতে দেখা যায়। ভিডিওটিতে প্রথমেই অধিনায়ক রোহিত শর্মা এবং তারপর দলের কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যায়। টিম ইন্ডিয়াকে একটি বিশেষ মালা পরিয়ে স্বাগতও জানানো হয়। তাঁদের উপর পুষ্পবৃষ্টিও করা হয়।
লাল গালিচা পাতা প্রবেশদ্বারের দুইধারে টিম ইন্ডিয়ার তারকাদের কাঠের প্ল্যাকার্ডও লাগানো ছিল। লম্বা সফরের পর বিরাট, রোহিতদের খানিকটা ক্লান্ত দেখালেও, তাঁরা হাসিমুখেই এই অভ্যর্থনা গ্রহণ করেন। বর্তমানে ভারতীয় দল ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের তালিকায় সবার শীর্ষে। টিম ইন্ডিয়ার নেট রান রেট +১.৩৫৩। ইংল্যান্ডকে হারালে টানা ছয় ম্যাচ জিতে ভারতীয় দল বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছনোর দোরগোড়ায় কড়া নাড়বে। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করাই যায়।
Hello Lucknow 👋#TeamIndia are here for their upcoming #CWC23 clash against England 👌👌#MenInBlue | #INDvENG pic.twitter.com/FNF9QNVUmy
— BCCI (@BCCI) October 25, 2023
তবে এই ম্যাচে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বাংলাদেশ ম্যাচে বল আটকাতে গিয়ে বাঁ গোড়ালিতে চোট পান হার্দিক। সেই চোটের কারণেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি তিনি। তবে জানানো হয়েছিল হার্দিক সরাসরি টিম ইন্ডিয়ার সঙ্গে লখনউতে যোগ দেবেন। অবশ্য সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ড ম্যাচ তো নয়ই, শ্রীলঙ্কা ম্যাচেও হার্দিকের খেলা নিয়ে প্রবল সংশয়। অবশ্য হার্দিকের শারীরিক পরিস্থিতি নিয়ে বিসিসিআইয়ের তরফে নতুন কোনও আপডেট দেওয়া হয়নি। এখন সেই আপডেটের আশায় রয়েছেন সকলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ নির্বাচিত হলেন অমল মজুমদার