Kohli ODI Century: ঈশ্বরের উপস্থিতিতেই শীর্ষে পৌঁছলেন কিং, সেমিফাইনালে শতরান হাঁকিয়ে ইতিহাস গড়লেন কোহলি
IND vs NZ: ১০৬ বলে নিজের ৫০তম আন্তর্জাতিক ওয়ান ডে শতরান পূরণ করেন বিরাট কোহলি।
মুম্বই: ঈশ্বরের সামনেই তাঁকে টপকে নতুন ইতিহাস রচনা করলেন কিং। ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। হাঁকালেন অনবদ্য শতরান। সচিন তেন্ডলকরের (Sachin Tendulkar) উপস্থিতিতে তাঁরই ঘরের মাঠ ওয়াংখেড়েতে তাঁকে পিছনে ফেলে এককভাবে সর্বাধিক ওয়ান ডে শতরানের মালিক হয়ে গেলেন কোহলি।
চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনালেই প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে শতরানের হাফসেঞ্চুরি হাঁকালেন বিরাট। ১০৬ বলে নিজের ৫০তম আন্তর্জাতিক ওয়ান ডে শতরান পূরণ করেন বিরাট কোহলি। ইডেনে সচিনকে স্পর্শ করার পরেই ক্রিকেট ঈশ্বর আগেই জানিয়েছিলেন যে তিনি চান কোহলি তাঁকে ছাপিয়ে যাক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েই আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে ঠিক তার পরের ম্যাচেই ইতিহাস গড়ে ফেললেন তিনি।
কোহলির ইনিংস সাজানো নয়টি চার ও একটি ছক্কায়। এদিন শুরুতে রোহিত ঝড়ের পর ব্যাট হাতে ক্রিজে নামেন বিরাট কোহলি। ইনিংসের প্রথম থেকেই তিনি যে বড় রান করতে বদ্ধপরিকর, তার পূর্বাভাস পাওয়া গিয়েছিল। ৫৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন 'কিং কোহলি'। চলতি বিশ্বকাপে এটি তাঁর অষ্টম শতরান। প্রথম ব্যাটার হিসাবে তিনি এক বিশ্বকাপে আটবার অর্ধশতরানের গণ্ডি পার করেন।
At the top of the world 🎇
— ICC (@ICC) November 15, 2023
Virat Kohli slams a record 50th ODI ton 🎉@mastercardindia Milestones 🏏#CWC23 | #INDvNZ pic.twitter.com/GEB0keyHc3
সচিন ২০০৩ বিশ্বকাপে এবং শাকিব ২০১৯ সালের বিশ্বকাপে সাতবার অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন। সেই রেকর্ড এখন এককভাবে বিরাটের দখলে। এখানেই শেষ নয়, এক বিশ্বকাপে কোনও ব্যাটারের সর্বোচ্চ রান করার রেকর্ডও কোহলি কিন্তু নিজের নামে করে ফেললেন। এক্ষেত্রেও ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন ২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে করেছিলেন ৬৭৩ রান। সেই রেকর্ডও এখন কোহলির নামেই। এর এসবই হল সচিনের উপস্থিতিতেই। আর শতরান হাঁকিয়ে তাঁকেই কুর্নিশ করে সম্মানও জানালেন কোহলি। দুইজনের মধ্যেকার সম্পর্কের সমীকরণটাও কিন্তু এই ঘটনাটিই প্রমাণ করে দেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: গেলকে টেক্কা, ওয়ান ডে বিশ্বকাপে সর্বাধিক ছক্কার মালিক এখন রোহিত