Rinku Singh Profile: একদা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল ঝাড়ু, ৫ বলই বদলে দেয় রিঙ্কুর জীবন
Rinku Singh: আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৪৭৫ রান ঝুলিতে পুরেছিলেন রিঙ্কু। গড় ছিল ৫৯.২৫। ১৪৯.৫৩ স্ট্রাইক রেট।
নয়াদিল্লি: এক ম্যাচ, পাঁচ বল, পাঁচটি ছয় রিঙ্কু সিংহের জীবন সম্পূর্ণভাবে বদলে দেয়। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক ওভারই রিঙ্কু সিংহকে (Rinku Singh) রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তারপর বাকি মরশুম জুড়ে ধারাবাহিকভাবে একের পর এক দুরন্ত পারফরম্যান্সে সকলের নজর কেড়েছিলেন রিঙ্কু। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স ছিলই, তারপর আইপিএলের দুরন্ত পারফরম্যান্স তাঁর জন্য জাতীয় দলের (Team India) দরজাও খুলে দেয়। তবে এই রিঙ্কুরই এক সময় হাতে ব্যাট, দস্তানার বদলে ঝাড়ু তুলে নেওয়ার পরিস্থিতি হয়েছিল।
উত্তরপ্রদেশের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে রিঙ্কু। তাঁর বাবা বাড়ি বাড়ি সিলেন্ডার দিতেন। দাদা চালাতেন অটো। উত্তরপ্রদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার হলেও। অভাবের সংসারে দেনার দায়ে এক সময় নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে রিঙ্কুকে ঝাড়ু তুলে নিতে বলা হয়েছিল। তিনি মজদুরের কাজও করেন। উত্তরপ্রদেশের অনূর্ধ্ব ১৬ থেকে ২৩ পর্যন্ত সমস্ত বয়সভিত্তিক দলের হয়েই খেলেছেন তিনি। ২০১৮-১৯ রঞ্জি মরশুমে উত্তরপ্রদেশের হয়ে ৯৫৩ রান করেছিলেন তিনি। এই অনবদ্য পারফরম্যান্সই কিন্তু তাঁর সামনে আইপিএলে খেলার সুযোগ এনে দেয়।
২০১৭ সালে পঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ পান তিনি। ২০১৮ সালে তাঁকে নিলামে ৮০ লক্ষ টাকায় দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে দীর্ঘদিন নাইটদের দলে তেমনভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। জল বোয়ে এবং হাতেগোনা কয়েকটি ম্যাচে সুযোগেই কাটছিল সময়। এরই মাঝে ২০২১ সালে হাঁটুতে চোটের কারণে আইপিএল থেক ছিটকে যেতে হয়েছিল। তবে তাঁকে পরের মরশুমে ফের একবার দলে নেয় নাইট কর্তৃপক্ষ। ওই মরশুমেই রাজস্থানের বিরুদ্ধে ২৩ বলে ৪২ রানের ইনিংস তাঁকে প্রথমবার ম্যাচে সেরার পুরস্কার এনে দেয়।
এরপর তো ২০২৩ মরশুমে মিডল অর্ডারে নাইট দলের স্তম্ভ হয়ে উঠেন রিঙ্কু। ১৪ ম্যাচ খেলে ৪৭৫ রান ঝুলিতে পুরেছিলেন রিঙ্কু। গড় ছিল ৫৯.২৫। ১৪৯.৫৩ স্ট্রাইক রেট। এরপরেই প্রথমবার জাতীয় দলের হয়ে ডাক পান রিঙ্কু। এশিয়ান কাপে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। এত লড়াই ও সংঘর্ষের পর প্রথমবার তিনি জাতীয় দলে ডাক পাওয়ায় তাঁর পরিবার আনন্দে নেচে উঠেন বলেই জানান রিঙ্কু। তিনি বলেন, 'আমার বাড়ির সকলেই আমায় জাতীয় দলের জার্সিতে খেলতে দেখার স্বপ্ন দেখতেন। আমি তাই জাতীয় দলে ডাক পাওয়ার সবাই আনন্দে নেচে উঠেছিল। সবাই ভীষণ খুশি ছিল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এগিয়ে আসছে ভারত-পাকিস্তান ম্যাচের দিন, কবে আয়োজিত হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই?