Operation Sindoor: এবার অপরাশেন সিঁদুরের নামে ক্রিকেট টুর্নামেন্ট! কোথায়, কবে হবে খেলা?-
Operation Sindoor Cup: কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম যেখানে অতীতে বহু টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে, সেই স্টেডিয়ামেই এই কাপের ম্যাচ খেলা হবে।

নয়াদিল্লি: এবার ২২ গজেও 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। হ্যাঁ, ঠিকই পড়ছেন। তবে এক্ষেত্রে 'অপারেশন সিঁদুর'-র নামে কাপের কথাই বলা হচ্ছে, শনিবার, ২৮ জুন কানপুরে যে কাপ উন্মোচিত হয়।
কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম যেখানে অতীতে বহু টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে, সেই স্টেডিয়ামেই এই কাপের ম্যাচ খেলা হবে। ম্যাচে আর্মি একাদশের বিরুদ্ধে মাঠে নেমেছিল পার্লামেন্ট একাদশ। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতেই এই কাপের বিশেষ নামকরণ করা হয়েছে। ভারতীয় সেনবাহিনী ও জাতীয় ঐক্যের উদযাপন করার লক্ষ্যেই এটি আয়োজিত হয়।
আর্মি একাদশ ব্রিগেডিয়ার সমরুল হাসানের নেতৃত্বে মাঠে নামে। ভারতীয় সেনবাহিনী তো বটেই, পুলিশ এবং জেলা আধিকারিকদের নিয়ে এই দলের একাদশ তৈরি হয়েছিল। অপরদিকে, পার্লামেন্ট একাদশ তৈরি হয়েছিল সাংসদের নিয়ে যার নেতৃত্বে ছিলেন মনোজ তিওয়ারি। তবে শুধু সেনবাহিনীকে সম্মান জানানোই নয়, আতঙ্কবাদের বিরুদ্ধে দেশের সাফল্যকে উদযাপন করাটাও এই কাপের লক্ষ্য।
কাপের ডিজাইনও কিন্তু বেশ চমকপ্রদই ছিল। কাপে ক্রিকেট ব্যাট তো ছিলই, সঙ্গে ছিল ব্রমোস মিসাইল এবং এক রাফায়েল যুদ্ধবিমানে প্রতিকৃত। সবকয়টি ভারতীয় সেনাদের কাশ্মীর হামলার পর সফলভাবে আতঙ্কবাদীদের কড়া জবাব দেওয়াকে ইঙ্গিতবাহী। ভারতীয় সেনা ২২ এপ্রিল কাশ্মীরে আতঙ্কবাদী হামলার জবাবে ৭ মে অপরাশেন সিঁদুর লঞ্চ করে এবং এর মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি তো ধ্বংস করেই, পাশাপাশি শতাধিক জঙ্গিদেরও নাশ করে। এবার সেই সাফল্যের রেশ ক্রিকেট মাঠেও কিন্তু দেখা গেল।
প্রসঙ্গত, অপরাশেন সিঁদুরের পর মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে ২২ গজের আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার দুই পড়শি দেশ একে অপরের মুখোমুখি হবে। প্রথম থেকেই সকলের কৌতূহল ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে-কোথায় হয় তা জানার জন্য। কারণ, অপারেশন সিঁদুরের পর এই প্রথম ক্রিকেট মাঠে দুই চিরপ্রতিপক্ষের সাক্ষাৎ হবে।
মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে। সেই ম্য়াচে দুই আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে। হাইব্রিড মডেলে হতে চলা এই টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দল তাদের সব ম্যাচ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলবে। ভারত এবং পাকিস্তানের মধ্যে মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি হবে ৫ অক্টোবর। ভারত আয়োজক হলেও, তাই এই ম্যাচটিও হবে শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত আর প্রেমদাসা স্টেডিয়ামে।




















