PAK vs BAN 1st Test: শনিবারই বাবা হয়েছেন, উইকেট নিয়ে সদ্যোজাতকে উৎসর্গ করে বিশেষ সেলিব্রেশন শাহিনের
Shaheen Shah Afridi: সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য শাহিন আফ্রিদি প্রাথমিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলবেন না মনে করা হলেও তিনি শেষমেশ মাঠে নামেন।
রাওয়ালপিন্ডি: বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান দল টেস্ট ম্যাচ (PAK vs BAN 1st Test) খেলতে ব্যস্ত। সেই ম্যাচেই বাংলাদেশের প্রথম ইনিংসে উইকেট নিয়ে এক অভিনব সেলিব্রেশন করতে দেখা গেল শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। আফ্রিদির সেই অভিনব সেলিব্রেশনের ভিডিও বর্তমানে ভাইরাল।
পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্টের চতুর্থ দিন হাসান মামুদকে আউট করে এক বিশেষ সেলিব্রেশন করে শাহিন আফ্রিদি। বাচ্চাকে কোলে নিয়ে দোল খাওয়ানোর মতো ভঙ্গিমায় সেলিব্রেট করতে দেখা যায় শাহিনকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে। আদপে আজই শাহিন এবং তাঁর স্ত্রী আনশা এক পুত্রসন্তানের জন্ম দেন। দেশের হয়ে খেলার দরুণ শাহিন সেখানে উপস্থিত থাকতে পারেননি বটে, তবে উইকেট নিয়েই তিনি সেই উইকেট তাঁর সদ্যোজাতকে উৎসর্গ করেন।
That Celebration 👶@iShaheenAfridi’s first wicket after the birth of his son! 😍#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/3x0jwtOHw3
— Pakistan Cricket (@TheRealPCB) August 24, 2024
২০২১ সালে শাহিদ আফ্রিদির বড় মেয়ে আনশার সঙ্গে বাগদান পর্ব সারেন শাহিন। গত বছর ফেব্রুয়ারিতে দুইজন বিবাহবন্ধনেও আবদ্ধ হন। আজ দুই শাহিন ও আনশা ফুটফুটে সন্তানের বাবা ও মা হলেন। ছেলের নাম রাখা হয়েছে আলি ইয়ার। আনশা সন্তানসম্ভবা হওয়ায় শাহিনের প্রাথমিকভাবে বাংলাদেশ সিরিজ় না খেলারই কথা ছিল বলে জানিয়েছিলেন পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলেস্পি। তিনি বলেছিলেন, 'শাহিনের সন্তান জন্মাবে, তাই ও হয়তো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নাও খেলতে পারে। ও চাইলে এই সময়ে ওর স্ত্রীর সঙ্গে থাকতে পারে।' তবে শাহিন দেশের হয়ে মাঠে নামেন। তারপরেই উইকেট নিয়ে বিশেষ সেলিব্রেশনে সকলের নজরও কাড়লেন তিনি।
শাহিন অবশ্য ম্য়াচে তেমন প্রভাব ফেলতে পারেননি। দুই উইকেট নিলেও মুশফিকুর রহিমের অনবদ্য ১৯১ রানের ইনিংসের সুবাদ বাংলাদেশ প্রথম ইনিংস ১১৭ রানের লিড নিয়ে ৫৬৫ রানে শেষ করে। চতুর্থ দিনে পাকিস্তান একাধিক ক্য়াচ মিস করে। তারই খেসারত দিতে হল শান মাসুদদের। তাদের হয়ে নাসিম শাহ তিন উইকেট নিয়ে প্রথম ইনিংসের সফলতম বোলার। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে পাকিস্তানের স্কোর এক উইকেটের বিনিময়ে ২৩ রান। শরিফুল বাংলাদেশের হয়ে উইকেটটি নেন। পাকিস্তান আপাতত ৯৪ রানে পিছিয়ে। খুব আহামরি কিছু না ঘটলে এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: 'হিটম্যান'র পরিবারে আসছে নতুন সদস্য! দ্বিতীয়বার বাবা, মা হচ্ছেন রোহিত-রীতিকা?