Australia vs Pakistan: ২৮৫৪ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ম্য়াচ জয় পাক শিবিরের
AUS vs PAK ODI: রান তাড়া করতে নেমে পাকিস্কানের সঈম আয়ুব ৭১ বলে ৮২ রান করেন। ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান। আব্দুল্লাহ শাফিক ৬৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন।
অ্য়াডলেড: ২০১৭ সালে শেষবার এমনটা হয়েছিল। ২০২৪ সালের ৮ নভেম্বর ফের তেমনটা হল। ২৮৫৪ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের ওয়ান ডে ম্য়াচে জয় ছিনিয়ে নিল পাকিস্তান (Pakistan Cricket Team) শিবির। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া পুরো ৫০ ওভারই খেলতে পারেনি। মাত্র ৩৫ ওভারেই তাঁরা ১৬৩ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্য়াচের সেরা হয়েছেন হ্যারিস রউফ।
অস্ট্রেলিয়ার ২ ওপেনার জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক ও ম্য়াথু শর্ট নেমেছিলেন ওপেনিংয়ে। দুজনকেই ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। ১৯ রান করে ফেরেন শর্ট। ১৩ রান করে ম্য়াকগুর্ক আউট হন। স্টিভ স্মিথ ৩৫ রানের ইনিংস খেলেন। জশ ইংলিশ ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। লাবুশেন মাত্র ৬ রান করে ফেরেন। লোয়ার অর্ডারে অ্যারন হার্ডি ১৪ ও গ্লেন ম্য়াক্সওয়েল ১৬ রান করেন। অ্যাডাম জাম্পা ১৮ রান করেন। পাক বোলারদের মধ্যে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। তবে সবচেয়ে সফল বোলার ৮ ওভারে ২৯ রান খরচ করে ৫ উইকেট নেন। ১টি করে উইকেট নাসিম শাহ ও হাসনাইন।
রান তাড়া করতে নেমে পাকিস্কানের সঈম আয়ুব ৭১ বলে ৮২ রান করেন। ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান। আব্দুল্লাহ শাফিক ৬৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। বাবর আজম ১৫ রান করে অপরাজিত থাকেন। একমাত্র অ্যাডাম জাম্পা ১ টি উইকেট নেন।
এদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ডের হাতছানি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। অধিনায়ক সূর্যকুমার যাদবের সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। দীর্ঘদিন সূর্য আইসিসির ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বের সেরা টি-টোয়োন্টি ব্যাটার ছিলেন। তাঁর বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডও কিন্তু ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ৭৪ ম্যাচে ৪২.৪০ গড় ও ১৬৯.৪৮ স্ট্রাইক রেটে ২৫৪৪ রান করেছেন সূর্যকুমার। প্রোটিয়া সিরিজ়ে কিন্তু ব্যাটার সূর্যর সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি? তরুণদের জন্য কী বার্তা সূর্যকুমারের?