Mohammad Rizwan: পাকিস্তান অধিনায়ক হিসেবে ইংরেজি সঠিক বলতে না পারায় লজ্জিত নই: রিজওয়ান
Pakistan Cricket: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরাশায়ী হওয়ার পর নিউজিল্যান্ডের মাটিতে উড়ে গিয়েছিল পাকিস্তান শিবির। সেখানে টি-টোয়েন্টি ও ওয়ান ডে দুটো ফর্ম্য়াটেই সিরিজ হেরেছে পাক দল।

করাচি: পাকিস্তানের ক্রিকেটারদের ইংরেজি বলা নিয়ে কম ট্রোল হয় না। প্রতিনিয়ত সোশ্য়াল মিডিয়ায় তাঁদের নিয়ে মিমস তৈরি হয়। বিভিন্ন অনুষ্ঠানে এমনকী ম্য়াচের সাংবাদিক বৈঠক হোক বা পুরস্কার বিতরণী মঞ্চ। উপস্থাপক বা উপস্থাপিকার ইংরেজিতে করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বারবার হিমশিম খেতে হয় তাঁদের। সেই তালিকায় রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) অধিনায়ক মহম্মদ রিজওয়ানও (Mohammad Rizwan)।
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় তাঁর সমালোচকদের একহাত নিয়ে রিজওয়ান জানিয়েছেন যে তিনি ইংরেজি বলতে পারেন না বলে একটুও লজ্জিত নন। তাঁর থেকে ইংরেজি শোনা নয়, সবাই ক্রিকেটে পারফরম্য়ান্সই দেখতে চান। আর সেই কাজটাই সঠিকভাবে করতে চান রিজওয়ান। আইপিএলের পাশাপাশি চলছে পাকিস্তান ক্রিকেট লিগ। সেই পিএসএলেই মুলতান সুলতানের অধিনায়ক রিজওয়ান। এক সাক্ষাৎকারে ডানহাতি পাক ক্রিকেটার বলেন, ''আমার অবশ্যই আক্ষেপ রয়েছে যে আমি আমার পড়াশুনো শেষ করতে পারিনি। তার জন্যই আমি সঠিকভাবে ইংরেজি বলতে পারি না। কিন্তু পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ইংরেজি বলতে পারি না বলে আমি একেবারেই আফশোস করি না।''
এরপরই এই উইকেট কিপার ব্য়াটার বলেন, ''আমার কাছে ক্রিকেটের ডিমান্ড করা হয়। ইংরেজি শোনার নয়। যদি ইংরেজির ডিমান্ড থাকত, তবে আমি তা শিখে প্রফেসর হয়ে ফিরে আসতাম। কিন্তু পাকিস্তান আমার থেকে ক্রিকেটটাই চায়। এখানে পারফর্ম করাই আমার একমাত্র উদ্দেশ্য।''
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরাশায়ী হওয়ার পর নিউজিল্যান্ডের মাটিতে উড়ে গিয়েছিল পাকিস্তান শিবির। সেখানে টি-টোয়েন্টি ও ওয়ান ডে দুটো ফর্ম্য়াটেই সিরিজ হেরেছে পাক দল। কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দল থেকে তো বাদও পড়েছিলেন রিজওয়ান। যা নিয়ে কিছুটা ক্ষুব্ধও ছিলেন পিসিবির প্রতি। ওয়ান ডে ফর্ম্য়াাটে হারের পর এবার আরও বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন বোর্ডকে রিজওয়ান। তাঁকে যদি দল ও একাদশ বাছাইয়ের ক্ষেত্রে আরও স্বাধীনতা না দেওয়া হয়, সেক্ষেত্রে নেতৃত্ব ছেড়ে দিতে পারেন রিজওয়ান এমনটাও জানিয়ে রেখেছেন।
সূত্রের খবর, আকিব জাভেদ যিনি বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের কোচ, তাঁর সঙ্গে নাকি মনোমালিন্য বেড়েছে রিজওয়ানের। দল গঠনের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু নিয়ে মতভেদও দেখা গিয়েছে দুজনের। আপাতত পিসিবি নতুন কোচের খোঁজ করছে।
আরও পড়ুন: ক্রিকেট থেকে মন সরে গিয়েছে..', পৃথ্বীর উদাহরণ টেনে জয়সওয়ালকে বার্তা দিলেন কে?




















