Pahalgam Attack: পহেলগাঁও হামলার সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের? সত্যিটা কী?
Babar Azam: পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের একটি ছবি ভাইরাল।

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে গোটা দেশ ফুঁসছে। ভারতীয় সেনা জম্মু-কাশ্মীরে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর সঙ্গে সঙ্গে ভারতীয় সেনা পহেলগাঁওয়ে হামলা চালানো সন্ত্রাসবাদীদের স্কেচ প্রকাশ করেছে। এই স্কেচ নিয়েই সোশ্যাল মিডিয়া সরগরম। শুরু জল্পনা। কারণ, এই স্কেচে দেখা যাচ্ছে একজন সন্ত্রাসবাদীর ছবি, যাকে দেখে অনেকেরই পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের মতো মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ছবিটি।
সত্যিটা কী?
পাকিস্তানের প্রথম সামিরর সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার, ২৩শে এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার সন্দেহভাজনদের স্কেচ ছিল। এই ছবিটিকে অনেকে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের ছবি বলেছেন। যদিও এই ব্যাপারে কোনও সত্যতা নেই। প্রতিবেদন অনুযায়ী, এই ভাইরাল ছবিটি সম্পাদিত। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ছবিটি বাবর আজমের ছবির মতো মোটেই নয়।
ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গিয়েছে যে, পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত সন্ত্রাসবাদীর ছবি পাকিস্তানি খেলোয়াড়ের সঙ্গে মেলে না। যদিও পহেলগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করার ডাক জোরাল হয়েছে। এমনকী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিও জানিয়েছেন, এরপর পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট নয়।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার বিশ্বব্যাপী নিন্দা হচ্ছে। ভারতীয় ক্রিকেটাররাও হামলায় নিহতদের জন্য ন্যায়ের দাবি জানিয়েছেন। বিরাট কোহলি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর - সকলেই এই হামলাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। মহম্মদ সিরাজ তাঁর পোস্টে লিখেছেন, 'কোনও কারণ, কোনও বিশ্বাস, কোনও আদর্শ কখনওই এই ধরনের নারকীয় কাজকে সমর্থন করতে পারে না। এটা কী ধরনের যুদ্ধ, যেখানে মানুষের জীবনের কোনও মূল্যই নেই।'
এদিকে, পহেলগাঁওয়ে হিন্দু নিধনের পরও নির্লজ্জ পাকিস্তান। বিদেশের মাটিতেও নজির মিলল তাদের বেপরোয়া মনোভাবের। লন্ডনে পাক হাই কমিশনে দাঁড়িয়েই গলা কাটার ইঙ্গিত ! হাতে ভারতীয় বায়ুসেনার অফিসার অভিনন্দন বর্তমানের ছবি নিয়ে গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করল পাক সেনা অফিসার। চরম নির্লজ্জতার সেই ছবি এল তামাম বিশ্বের সামনে। বিতর্কের মুখে পাক সেনা অফিসার কর্নেল তৈমুর রাহাত। নিরীহ হিন্দু পর্যটকদের হত্যার পরেও চরম নির্লজ্জতার পরিচয় দিল পাকিস্তান। বিশ্বের সামনে বেআব্রু জঙ্গিদের প্রশ্রয়দাতা পাকিস্তানের আসল চেহারা। দুঃখপ্রকাশ দূরের কথা, উল্টে চরম অসভ্য আচরণ পাকিস্তানের।




















