![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs AUS: ক্রিকেটাররা রোবট নয়, টি-টোয়েন্টি সিরিজ়ে অজ়িদের হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও সতীর্থদের পাশেই দাঁড়ালেন কামিন্স
IND vs AUS T20I: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া।
![IND vs AUS: ক্রিকেটাররা রোবট নয়, টি-টোয়েন্টি সিরিজ়ে অজ়িদের হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও সতীর্থদের পাশেই দাঁড়ালেন কামিন্স Pat Cummins states Cricketers are not robots following Australia's two losses vs India in T20I series IND vs AUS: ক্রিকেটাররা রোবট নয়, টি-টোয়েন্টি সিরিজ়ে অজ়িদের হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও সতীর্থদের পাশেই দাঁড়ালেন কামিন্স](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/9123da88e1c0f2fc1541c7c6fc809c681701167899933507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: এই মাসে সদ্যই ৫০ ওভারের বিশ্বকাপ ষষ্ঠবারের জন্য নিজেদের নামে করেছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন দল দুই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেও নাগাড়ে নয় ম্যাচ জিতে খেতাব নিজেদের নামে করেছে। তবে তারপরেই ভারতের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs AUS T20I) আশানুরূপ পারফর্ম করতে পারছেন না অজ়িরা। পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান দলের সাত ক্রিকেটার টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ভারতেই ছিলেন। তবে তাঁদের অস্ট্রেলিয়া ডেকে নেওয়া হচ্ছে।
ক্রিস গ্রিন, জস ফিলিপেদের ভারতে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকে নাগাড়ে ক্রিকেট খেলে দলের তারকারা ক্লান্ত বলেই মনে করছেন কামিন্স। তিনি নাগাড়ে হারের পর সতীর্থদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বলে দিচ্ছেন যে ক্রিকেটাররা রোবট নন। সিডনিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন, 'ওরাও তো মানুষ, রোবট তো নয়। বিশ্বকাপ জয়ের জন্য সবটুকু দেওয়ার দুইদিন পরেই খেলতে নেমে যদি ওরা নিজেদের সেরাটা দিতে না পারে, তাহলে আমি অন্তত ওদের তিরস্কার করব না। এই ম্যাচগুলিতেও অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করাটা বিরাট গর্বের এবং তরুণ ক্রিকেটাররা অথবা যারা প্রথম একাদশে তেমন সুযোগ পাননি, তারা এই ম্যাচগুলিতে সুযোগ পেলে তো ভালই। এই সফরগুলি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এর থেকে অনেক কিছু শেখা যায়।'
প্যাট কামিন্স বিশ্বকাপ ফাইনালের আগেই জানিয়েছিলেন যে লক্ষাধিক সমর্থকভর্তি গ্যালারিকে শান্ত করানোর থেকে ভাল অনুভূতি আর কিছু হয় না। সেই ফাইনালের স্মৃতিচারণ করে কামিন্স আরও বলেন যে ফাইনালে বিরাট কোহলির উইকেট নেওয়াটাই তাঁর কাছে সবথেকে স্মরণীয় মুহূর্ত। 'আমার মনে হয় বিরাট কোহলির উইকেট পাওয়াটা আমাদের কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ওঁকে আউট করার পর আমরা টিম হাডল করেছিলাম। সেই সময় স্মিথ বলে যে একবার গ্যালারির দিকে লক্ষ্য রাখতে। গ্যালারিতে তখন ১ লাখ ভারতীয় সমর্থক। কিন্তু একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল যে কোনও লাইব্রেরিতে সবাই চুপ করে বসে আছে। সেই মুহূর্তটা অনেকদিন মনে রাখব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: কবে অবসর নেবেন তামিম ইকবাল? চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন বাংলাদেশের তারকা ওপেনার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)