R Ashwin retirement: সদ্যই অবসর নিয়েছেন অশ্বিন, বিদায়বেলায় মন ছুঁয়ে যাওয়া পোস্ট অশ্বিনের স্ত্রী প্রীতির
R Ashwin: বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথেই সকলকে খানিকটা চমকে দিয়ে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন।
নয়াদিল্লি: সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আর অশ্বিন (R Ashwin)। তাঁর বিদায়বেলায় স্বাভাবিকভাবেই শুভেচ্ছার ঢল নেমেছে। যে কোনও ক্রিকেটারের সাফল্যেই তাঁর পরিবারের বড় ভূমিকা থাকে। অশ্বিনের ক্ষেত্রেও তাঁর পরিবারের গুরুত্ব অপরিশীম। নিজেও অশ্বিন বারংবার তা বলেছেন। তবে অশ্বিনের স্ত্রী এখনও পর্যন্ত তাঁর অবসর প্রসঙ্গে চুপই ছিলেন। অবশেষে মুখ খুললেন অশ্বিন-ঘরণী প্রীতি নারায়ানন (Prithi Narayanan)।
প্রীতি নিজের সোশ্যাল মিডিয়ায় জানান তিনি এতদিন পর্যন্ত অশ্বিনের অবসরটা কী হিসাবে দেখবেন সেই নিয়ে সন্দিহান ছিলেন। তিনি লেখেন, 'বিগত দুই দিনটা আমার জন্য অনেকটা ধোঁয়াশার মতোই কেটেছে। আমি কী বলব সেটাই ভাবছিলাম। আমার প্রিয় ক্রিকেটারকে শ্রদ্ধার্ঘ্য জানাব না, একজন পার্টনারের দিক থেকে দেখব না, একজন অনুরাগী হিসাবে গোটা বিষয়টা যাচাই করব। আমার মতে এটা তিনটেরই সংমিশ্রণ।'
অশ্বিনের সঙ্গে তাঁর ক্রিকেট সফরের সঙ্গী হওয়ার বিষয়টা ব্যাখা করতে গিয়ে প্রীত লেখেন, 'আমি তো কিটব্যাগও গোছাতে পারতাম না। সেখান থেকে বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে তোমার হয়ে গলা ফাটানো তোমার খেলা দেখা এবং সেটা থেকে শেখাটা আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক ছিল। তুমি যে জগতের সঙ্গে আমার পরিচয় করিয়েছ, সেই জগতে একদম কাছ থেকে আমার পছন্দের খেলাটা আমি উপভোগ করতে পেরেছি। ঠিক কতটা খাটাখাটনি করলে বাকিদের থেকে এগিয়ে থাকা যায়, সেটাও জানতে পেরেছি। তুমি আন্তর্জাতিক কেরিয়ারটা শেষ করেছ। এমন সময়ে আমি শুধু বলতে চাই যে সব ঠিক আছে, সবটা ঠিকই থাকবে। তুমি হতে প্রতিনিয়ত যে চাপটা নিতে হত, সেটা সরিয়ে এবার জীবন উপভোগ করার পালা।'
অশ্বিনের হঠাৎ অবসর নিয়ে না না জল্পনা-কল্পনা অবশ্য চলছেই। তাঁর বাবা এই পরিস্থিতিতে জানান যে অশ্বিনকে নিরন্তর অপমানিত হয়ে শেষমেশ একরকম বাধ্য হয়েই অবসর নিয়েছেন। তবে অশ্বিন এই তত্ত্ব সম্পূর্ণ খারিজ করে দাবি করেন যে তাঁর বাবা মিডিয়ার সঙ্গে কেমনভাবে কথা বলতে হয় জানেন না এবং তাঁর এই মন্তব্যকে যেন গ্রাহ্য না করা হয়। তবে তাতে কিন্তু বিতর্ক বা জল্পনা কিছুই কমছে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: '১০ জনকে নিয়ে মাঠে নামতাম', পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক