Gautam Gambhir: শাশুড়ির চিকিৎসায় সাহায্য করলেন গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানালেন ভারতীয় প্রাক্তনী
Rahul Sharma: ভারতীয় প্রাক্তনীর শাশুড়ির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। তড়িঘড়ি হাসাপাতালের বন্দোবস্ত করে দেন গৌতম গম্ভীর।
নয়াদিল্লি: সদ্যই ক্রিকেটের মাঠে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিবাদ শিরোনাম কেড়েছিল। কিন্তু মাঠের বাইরে সেই আগ্রাসনের লেশমাত্র নেই। বরং আরও একবার সামনে এল গম্ভীর মানবিক রূপ। প্রাক্তন সতীর্থের কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে ফের একবার মন জিতলেন গম্ভীর। ঘটনাটি ঠিক কী?
মানবিক গম্ভীর
ভারতের জাতীয় দলের হয়ে খেলা লেগ স্পিনার রাহুল শর্মার (Rahul Sharma) শাশুড়ির শরীর বিগত কয়েকদিন ধরেই খারাপ ছিল। দুর্দিনে রাহুল যাতে দ্রুত তাঁর শাশুড়ির চিকিৎসা করতে পারেন, তাঁর সমস্ত বন্দোবস্ত করেন গম্ভীর। এই দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানোর জন্য এরপরেই গম্ভীরকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাহুল।
সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, 'গত মাসটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। আমার শাশুড়ির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এই কঠিন সময়ে আমাকে সাহায্য করার জন্য গৌতম গম্ভীরকে অনেক ধন্যবাদ। খুবই অল্প সময়ের মধ্যে সেরা নিউরোলজিস্ট এবং হাসপাতাল খুঁজে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। সফলভাবে অস্ত্রোপ্রচার করা হয়েছে এবং উনি বর্তমানে সুস্থ রয়েছেন।'
Thank you @GautamGambhir paaji you r the best ❤️⭐️🫶🏻 pic.twitter.com/18591PpvcF
— Rahul Sharma (@ImRahulSharma3) May 9, 2023
রাহুল শর্মা তাঁর শাশুড়ি এবং বউয়ের সঙ্গে এক সোফায় বসা ছবিও শেয়ার করেন। প্রসঙ্গত, রাহুল শর্মা গত বছরের অগাস্টেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ২০১১-১২ সালে এই লেগ স্পিনার ভারতের হয়ে চারটি ওয়ান ডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে খেলার পাশাপাশি আইপিএলে তিনি চেন্নাই সুপার, দিল্লি ক্যাপিটালস, ডেকান চার্জার্স, পুণে ওয়ারিয়ার্সের হয়ে খেলেছেন।
নীতীশের শাস্তি
আইপিএলে (IPL 2023) গতকাল, সোমবার, ৯ মে ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্য়াচে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) পাঁচ উইকেটে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেই শাস্তির কবলে পড়তে হল কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে (Nitish Rana)। একেবারে ১২ লক্ষ টাকার ধাক্কা খেলেন নাইট অধিনায়ক।
পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর নির্ধারিত সময়ে ২০ ওভার বল করে উঠতে পারেনি। সেই কারণেই কেকেআরের বোলিং ইনিংসের শেষ ওভারে বাউন্ডারিতে একটি ফিল্ডার কম নিয়েই বল করতে হয় নাইটদের। এখানেই শেষ নয়। নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারার জন্যই আইপিএলের তরফে নীতীশ রানাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। এই প্রথমবার কেকেআর আইপিএলের শৃঙ্খলা ভঙ্গ করায় রানাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।