এক্সপ্লোর
Mohammed Shami: নিজের প্রত্যাবর্তন ম্যাচেই চার উইকেট, বাংলার জার্সি গায়ে চাপিয়ে রঞ্জিতে জ্বলে উঠলেন মহম্মদ শামি
Ranji Trophy: মহম্মদ শামির বোলিংয়ে ভর করেই মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬১ রানের লিড নিতে সক্ষম হল বাংলা দল।

ছয় বছর পর বাংলার হয়ে নেমেই দুরন্ত বোলিং শামির (ছবি: শামির ফেসবুক)
1/9

বারংবার চোট আঘাত ব্যাহত করেছে তাঁর প্রত্যাবর্তন। তবে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই জ্বলে উঠলেন মহম্মদ শামি।
2/9

২০১৮ সালে শেষবার বাংলার হয়ে মাঠে নেমেছিলেন শামি। খেলেছিলেন কেরলের বিরুদ্ধে। তারপর দীর্ঘ অপেক্ষা।
3/9

বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নেমেই জ্বলে উঠলেন তারকা ফাস্ট বোলার।
4/9

মধ্যপ্রদেশের বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে ১৯ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রানের বিনিময়ে চারটি উইকেট নেন শামি।
5/9

দীর্ঘদিন পরে মাঠে নামায় শামির ম্যাচ ফিটনেস নিয়ে খানিক প্রশ্নচিহ্ন ছিলই। নিজের সেরা গতিতে বোলিংও করতে পারছিলেন না তিনি। তবে তাতেই তাঁকে সামলাতে নাজেহাল হলেন মধ্যপ্রদেশের ব্যাটাররা।
6/9

ম্যাচের প্রথম দিন ১০ ওভার হাত ঘুরিয়েও কোনও সাফল্য পাননি তিনি। তবে দ্বিতীয় দিনের শুরুতেই ৩৪ বছর বয়সি তারকা ফাস্ট বোলার মধ্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মার উইকেট ভেঙে দেন।
7/9

মধ্যপ্রদেশের লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে দিয়ে বাংলাকে ৬১ রানের লিড এনে দিলেন শামি।
8/9

শুভমের উইকেটের পর তিনি সারাংশ জৈনকে আউট করেন। তারপর দুই বলে পরপর কুমার কার্তিকেয়া এবং কুলবন্ত খেজরোলিয়াকেও সাজঘরে ফেরান।
9/9

এই ম্যাচে শামির সঙ্গে তাঁর ভাই মহম্মদ কাইফও খেলছেন। দুই ভাইকেই একসময় কাঁধে কাঁধ মিলিয়ে দুই দিক থেকে বল করতে দেখা যায়। কাইফও দুইটি উইকেট নেন। ছবি-পিটিআই, শামির ফেসবুক
Published at : 14 Nov 2024 03:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
জেলার
বিনোদনের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
