Sanju Samson: কলকাতায় কেন খেলতে এলেন না সঞ্জু স্যামসন? আচমকা অপারেশনের টেবিলে কেরলের তারকা
Ranji Trophy Bengal vs Kerala: ক্রিকেটপ্রেমীরা কৌতূহলী দেখার জন্য যে, সঞ্জু স্যামসন (Sanju Samson) এই ম্যাচে খেলেন কি না। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে দুরন্ত ব্যাটিং করে এসেছেন।
কলকাতা: শনিবার থেকে কলকাতার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হওয়ার কথা বাংলা বনাম কেরল (Bengal vs Kerala) ম্যাচ। কল্যাণীতে গিয়ে প্র্যাক্টিস শুরু করে দিয়েছিল কেরল দল। পরে ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় ম্যাচ কল্যাণী থেকে সল্ট লেকে সরানোর পর কেরল দল কলকাতায় পৌঁছে গিয়েছে। যদিও ম্যাচে বৃষ্টির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলেই খবর।
ক্রিকেটপ্রেমীরা অবশ্য কৌতূহলী দেখার জন্য যে, সঞ্জু স্যামসন (Sanju Samson) এই ম্যাচে খেলেন কি না। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে দুরন্ত ব্যাটিং করে এসেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিও করেছেন সঞ্জু। তবে ভারতের টেস্ট দলে তিনি নেই। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে ভারত। সেই সিরিজে নেই সঞ্জু। বাংলা বনাম কেরল ম্যাচে সঞ্জুর খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল যে কারণে।
কিন্তু সঞ্জুর ব্যক্তিগত কোচ বিজু জর্জ এবিপি আনন্দকে আগেই জানিয়ে দেন যে, বাংলার বিরুদ্ধে ম্যাচে খেলবেন না সঞ্জু। দলের সঙ্গে তিনি কলকাতায় আসেননি।
কেন রঞ্জি ম্যাচে খেলছেন না স্যামসন? শোনা যাচ্ছে, ঠোঁটে একটি অস্ত্রোপচার করাতে চান কেরলের তারকা ক্রিকেটার। তাঁর নীচের ঠোঁটে একটি মিউকাস সিস্ট হয়েছে। সেটিই অস্ত্রোপচার করে বাদ দিতে চান সঞ্জু। আর সেই অস্ত্রোপচারের জন্য তিনি বেছে নিয়েছেন এই সময়টাই। কারণ, সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ। সেই সিরিজের দলে থাকার কথা স্যামসনের। নভেম্বর মাসে সেই সিরিজ। তার আগে অস্ত্রোপচার করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে চান স্যামসন। সেই কারণেই বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচ এড়িয়ে যাচ্ছেন তিনি।
ভারতীয় দলের ম্যানেজমেন্ট জানিয়েই রেখেছে যে, টি-২০ ফর্ম্যাটে স্যামসনকে ওপেনার হিসাবে খেলাতে চায়। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব স্যামসনের দক্ষতায় আস্থা রাখার কথা জানিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরির পরই স্যামসন জানিয়েছিলেন যে, কোচ ও অধিনায়ক তাঁকে জানিয়ে দিয়েছেন, ব্যর্থ হলেও ভয় পেয়ো না। তোমাকে ওপেনার ভেবেই দল সাজাচ্ছি। যা তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছিল বলে জানিয়েছিলেন স্যামসন।
আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।