Kolkata News : কলকাতা বিমানবন্দরে মর্মান্তিক পরিণতি মণিপুরের বাসিন্দার
ABP Ananda LIVE : কলকাতায় এসে বিমানবন্দরের ফ্লাইওভার থেকে ঝাঁপ। কলকাতা বিমানবন্দরের ডিপার্চার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মনিপুরের বাসিন্দার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। কলকাতা বিমানবন্দরে নেমে টার্মিনাল থেকে বেরিয়ে ঝাঁপ। নেপথ্যে কি কারণ, খতিয়ে দেখছে NSCBIA থানার পুলিশ।
Mamata Banerjee: প্রজাতন্ত্র দিবসেও রাজ্য-রাজভবন সংঘাত, চা-চক্রে ঢুকতে বাধা পুলিশ-ব্যান্ডকে, হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রীকে
প্রজাতন্ত্র দিবসেও রাজ্য-রাজভবন সংঘাত এড়ানো গেল না। রাজ্য পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে না দেওয়ার অভিযোগ। সেই নিয়ে সরব হতে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজভবনের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। সেই নিয়ে তর্কাতর্কি চলে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই রাজভবনে ঢোকে রাজ্য পুলিশের ব্যান্ড। (Mamata Banerjee)
প্রথা মেনে প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনে চা-চক্রের আয়োজন করা হয়। বিকেল ৪টে থেকে চা-চক্র শুরু হয়। সেখানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রীও। সেখানে সেই সময় সেনাবাহিনীর ব্যান্ড অনুষ্ঠান করছিল। সেই অনুষ্ঠান চলাকালীনই মুখ্যমন্ত্রী জানতে পারেন, পুলিশের ব্যান্ডকে রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছে। (West Bengal Raj Bhavan)
এর পর সটান রাজভবনের গেটে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে রাজভবনের নিরাপত্তারক্ষীদের প্রশ্ন করেন, কেন আটকানো হয়েছে? মুখ্যমন্ত্রী জানান, প্রতি বছর পুলিশের ব্যান্ডকে আমন্ত্রণ জানানো হয় রাজভবনে। তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়। এবারও আমন্ত্রণ না করা হলে, অহেতুক কেন আসবে পুলিশের ব্যান্ড? ব্যান্ডকে ভিতরে যেতে দেওয়া হোক বলে দাবি জানান তিনি।


















