Virat Kohli: ১৩ বছর পর ফের এই দলের হয়ে মাঠে নামবেন কোহলি? শুক্রবার কী হল বৈঠকে?
Ranji Trophy: বিরাট কোহলি নিজে এখনও কোনও নিশ্চয়তা দেননি। তবু দিল্লির সম্ভাব্য দলে তাঁকে রাখা হয়েছিল। এবার রঞ্জি ট্রফির শেষ দু'রাউন্ডের জন্য দিল্লির নির্বাচিত মূল দলেও রাখা হল বিরাটকে।

নয়াদিল্লি: শেষবার তিনি ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন প্রায় ১৩ বছর আগে। ২০১২-১৩ মরশুমে। এমনকী, সচিন তেন্ডুলকরও তাঁর পরে রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলেছিলেন।
বিরাট কোহলিকে কি ফের দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা যাবে? প্রশ্ন রয়েছে। কারণ বিরাট কোহলি (Virat Kohli) নিজে এখনও কোনও নিশ্চয়তা দেননি। তবু দিল্লির সম্ভাব্য দলে তাঁকে রাখা হয়েছিল। এবার রঞ্জি ট্রফির শেষ দু'রাউন্ডের জন্য দিল্লির নির্বাচিত মূল দলেও রাখা হল বিরাটকে।
রঞ্জি ট্রফির শেষ ২ ম্যাচের জন্য যে ২২ সদস্যের দিল্লি দল শুক্রবার বেছে নেওয়া হয়েছে, সেখানে রাখা হয়েছে কোহলিকে। ২৩ জানুয়ারি শুরু প্রথম ম্যাচ। সেই ম্যাচে কোহলিকে পাওয়া যাবে? এখনও সংশয় রয়েছে। পাশাপাশি শুক্রবারের নির্বাচনী বৈঠকে ঋষভ পন্থকেও দিল্লি দলে রাখা হয়েছে।
যদিও দিল্লির অধিনায়ক হিসাবে রেখে দেওয়া হয়েছে আয়ূষ বাদোনিকেই (Ayush Badoni)। যার অর্থ পন্থ তো বটেই, কোহলিও খেললে রঞ্জি ম্যাচে মাঠে নামতে হবে বাদোনির নেতৃত্বে। পন্থের প্রথম একাদশে থাকাটা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। পন্থ শেষবার ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলেছিলেন ২০১৭-১৮ মরশুমে। রঞ্জি ট্রফির গ্রুপ ডি-তে রাজকোটে ২৩ থেকে ২৫ জানুয়ারি সৌরাষ্ট্রের মুখোমুখি হবে দিল্লি। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ রেলওয়েজ। ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে যে ম্যাচ।
View this post on Instagram
জানুয়ারি মাসের গোড়ায় দিল্লির সম্ভাব্য দলে কোহলি ও পন্থ - দুজনকেই রাখা হয়েছিল। কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলে রাখা হয়নি পন্থকে।
কোচ গৌতম গম্ভীর জাতীয় দলের সব ক্রিকেটারকেই ভারতের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের মতো তারকারা রঞ্জি খেলবেন বলে আগেই জানিয়েছেন। তবে রোহিত শর্মা এবং বিরাট এখনও নিশ্চিত করেননি যে, তাঁরা খেলবেন কি না। রোহিত ইতিমধ্যেই মুম্বইয়ের রঞ্জি দলে যোগ দিয়েছেন। অনুশীলনও করছেন মুম্বইয়ের সতীর্থদের সঙ্গে। কিন্তু বিরাটকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় ।
আরও পড়ুন: ধোনির নেতৃত্ব কেড়ে নিয়েছিলেন, এখন ক্যাপ্টেন কুলকে সর্বকালের সেরা বলছেন এই IPL দলের মালিক!




















