Rashid Khan: নিজের দেশেও নিরাপদ নন বিশ্বের সেরা টি-২০ ক্রিকেটার! পিটারসেনকে জানালেন চাঞ্চল্যকর তথ্য
Rashid Khan And Kevin Pietersen: এশিয়া থেকে অস্ট্রেলিয়া এবং ইউরোপ সহ সারা বিশ্বে তাঁর ভক্ত রয়েছে । কিন্তু রশিদকে কেন নিজের দেশেই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে হয়?

কাবুল: রশিদ খান (Rashid Khan), আফগানিস্তানের অন্যতম পরিচিত মুখ । আফগানিস্তানের সেরা ক্রিকেটার । দীর্ঘদিন যিনি টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । এশিয়া থেকে অস্ট্রেলিয়া এবং ইউরোপ সহ সারা বিশ্বে তাঁর ভক্ত রয়েছে । কিন্তু রশিদকে কেন নিজের দেশেই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে হয়? কেন নিজের দেশেই নিরাপদ নন আফগান তারকা লেগস্পিনার?
কিংবদন্তি ক্রিকেটার কেভিন পিটারসেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তিনি নিজের দেশ ও শহরে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে পারেন না । তিনি বলেন যে, তাঁকে বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করতে হয় ।
রাস্তায় ঘুরতে পারেন না
কেভিন পিটারসেনের সঙ্গে কথোপকথনে রশিদ খান বলেন, "আমি আফগানিস্তানের রাস্তায় সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে পারি না । আমার কাছে বুলেটপ্রুফ গাড়ি আছে ।" বুলেটপ্রুফ গাড়ির কথা শুনে কেভিন পিটারসেন অবাক হয়ে যান এবং জিজ্ঞাসা করেন কেন রশিদ খান কাবুলে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে ঘোরেন?
রশিদ খান ব্যাখ্যা করেন, "এটা নিরাপত্তার জন্য । আপনি ভুল সময়ে ভুল জায়গায় একেবারেই থাকতে চাইবেন না । আফগানিস্তানে এটা স্বাভাবিক, এখানে প্রতিটি পরিচিত ব্যক্তির কাছে বুলেটপ্রুফ গাড়ি আছে ।" 'স্বাভাবিক' শব্দটি ব্যবহার করে রশিদ খান বুঝিয়ে দিয়েছেন যে তিনি আফগানিস্তানে কেমন পরিবেশে থাকেন । রশিদ আরও জানান যে ছোটবেলায় বাইরে খেলতে যাওয়াও বিপদ মুক্ত ছিল না ।
রশিদ খান বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারf বোলার । তিনি এখন পর্যন্ত ১০৮ ম্যাচে ১৮২ উইকেট নিয়েছেন । তিনি তাঁর ছোটবেলার কথা স্মরণ করে বলেন, "আমাকে বাইরে গিয়ে খেলার অনুমতি দেওয়া হতো না । আফগানিস্তানের হয়ে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল ।"
View this post on Instagram
আফগানিস্তানে তালিবান শাসন
আফগানিস্তানে ২০২১ সালে তালিবান শাসন ফিরে আসে । যখন আমেরিকা তাদের সেনা প্রত্যাহার করে নেয়, তখনই সেখানে তালিবান শাসন পুনরায় প্রতিষ্ঠিত হয় । এমনকী দেশের তৎকালীন রাষ্ট্রপতি আশরাফ গনিকে পালাতে হয়েছিল ।




















