![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ravindra Jadeja: 'মাঠে যা করি সবটাই তোমার প্রতি শ্রদ্ধাঞ্জলি', মায়ের স্মরণে বিশেষ পোস্ট জাডেজার, আঁকলেন ছবি
Ravindra Jadeja Post: পোস্ট করা ছবিতে রবীন্দ্র জাডেদা এক হাতে বিশ্বকাপ ট্রফি নিয়ে এবং আরেক হাতে তিনি নিজের মাকে জড়িয়ে ধরে রয়েছেন।
![Ravindra Jadeja: 'মাঠে যা করি সবটাই তোমার প্রতি শ্রদ্ধাঞ্জলি', মায়ের স্মরণে বিশেষ পোস্ট জাডেজার, আঁকলেন ছবি Ravindra Jadeja post heartfelt tribute to his late mother on social media with T20 World Cup 2024 trophy Ravindra Jadeja: 'মাঠে যা করি সবটাই তোমার প্রতি শ্রদ্ধাঞ্জলি', মায়ের স্মরণে বিশেষ পোস্ট জাডেজার, আঁকলেন ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/18/b05de5a6749d64806cade9d7edaea9451721265563263507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মা। আবেগ, ভালবাসা, আদর, আবদার, মা শব্দটির সঙ্গে কত অনুভূতিই না জড়িয়ে। সেই মায়ের উদ্দেশ্যেই এক আবেগঘন পোস্ট করলেন রবীন্দ্র জাডেজা। সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ীর পোস্ট জিতে নিল সকলের মন।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ী (T20 World Cup 2024) দলের সদস্য ছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালজয়ী ভারতীয় একাদশেও। সেই বিশ্বকাপের ট্রফি নিয়েই মায়ের সঙ্গে 'পোজ়' দিলেন জাডেজা। সোশ্যাল মিডিয়ায় মাকে জড়িয়ে ধরে একটি আঁকা ছবি পোস্ট করেন জাডেজা। সেই ছবিতে তিনি এক হাতে বিশ্বকাপ ট্রফি এবং আরেক হাতে নিজের মাকে জড়িয়ে ধরে রয়েছেন। ছবির ব্যাকগ্রাউন্ডে তেরঙ্গা। পোস্টের ক্যাপশনে জাডেজা লেখেন, 'আমি আজ মাঠে যা যা করছি, সবটাই তোমার প্রতি শ্রদ্ধাঞ্জলি মা।'
View this post on Instagram
রবীন্দ্র জাডেজা আজ থেকে প্রায় দুই দশক আগে ২০০৫ সালেই দুর্ভাগ্যবশত নিজের মা লতা জাডেজাকে হারেন। সেইসময় তিনি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ছিলেন। তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। অর্থাৎ ক্রিকেটার হিসাবে বিশ্বের সেরাদের মধ্যে রবীন্দ্র জাডেজার দাখিল হওয়ার সফরটা তাঁর মা চাক্ষুষ করতে পারেননি। তবে তিনি যে মায়ের অত্যন্ত কাছের ছিল এবং তাঁর মা না থাকাটা প্রতি মুহূর্তে তাঁকে কতটা বিচলিত, তা জাডেজার এই আবেগঘন পোস্ট দেখে সহজেই আন্দাজ করা যায়।
প্রসঙ্গত, বিশ্বজয়ের পরের দিনই জাডেজা কিন্তু অবসর ঘোষণা করে দেন। সতীর্থ বিরাট কোহলি এবং রোহিত শর্মার পথে হেঁটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তারকা অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়া মারফৎ নিজের অবসরের কথা ঘোষণা করে জাডেজা লেখেন, 'অনেক স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি নিজের দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছে এবং বাকি ফর্ম্যাটে তেমনটাই করে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা স্বপ্নের মতো, আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ প্রাপ্তি। সব স্মৃতি, সমর্থন এবং আমার হয়ে গলা ফাটানোর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্র জাডেজা।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে মন খারাপ শামির, দূর থেকেই জানালেন শুভেচ্ছা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)