Ravindra Jadeja Update: রঞ্জি ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন রবীন্দ্র জাডেজা?
Ravindra Jadeja: সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ চলাকালীনই হাঁটুর চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথ থেকেই ফিরে আসতে হয় রবীন্দ্র জাডেজাকে।
মুম্বই: গত বছরের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ চলাকালীনই মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে চোটের কারণে ফিরে আসতে হয় রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। এরপর থেকে ভারতীয় দলের (Team India) বাইরেই রয়েছেন জাডেজা। তাঁর ডান হাঁটুতে অস্ত্রোপ্রচারও হয়েছে। দীর্ঘদিন পরে এবার অবশেষে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পেয়েছেন জাডেজা।
অবশ্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় জাডেজার ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। তাই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে ম্যাচ ফিট হতে রঞ্জি ট্রফিকেই (Ranji Trophy) বেছে নিলেন জাডেজা। একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতের তারকা অলরাউন্ডার সৌরাষ্ট্রের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন। ২৪ জানুয়ারি থেকে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে সৌরাষ্ট্র। সেই ম্যাচেই সম্ভবত জাডেজাকে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন: তিরুঅনন্তপুরমে বিরাট দাপট, সিরিজের দ্বিতীয় শতরান হাঁকালেন কোহলি