IND vs NZ 3rd Test: জাডেজার ঘূর্ণিতে দুরন্ত কামব্যাক, চা বিরতির আগেই ছয় উইকেট হারাল নিউজ়িল্যান্ড
Ravindra Jadeja:
মুম্বই: ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টের (IND vs NZ 3rd Test) দ্বিতীয় সেশনের সমাপ্তি। ম্যাচের দ্বিতীয় সেশনের শুরুটা কিউয়িরা ভাল করলেও, শেষে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ঘূর্ণিতে দুরন্তভাবে ম্যাচে ফিরল ভারত। জাডেজাই তিনটি উইকেট নেন। সেশনে মোট ১০০ রানের বিনিময়ে তিনটি উইকেট পড়ে।
৯২ রানে তিন উইকেট থেকে দ্বিতীয় সেশন শুরু করে নিউজ়িল্যান্ড। অর্ধশতরান পূর্ণ করে ইয়ংকে কিন্তু বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। মিচেলও তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন। দুইজনে মিলে বেশ বুঝেশুনে কিউয়িদের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। চার উইকেটেই ১৫০ রানের গণ্ডিও পার করে ফেলে নিউজ়িল্যান্ড। মিচেল, ইয়ংকে দেখে ব্য়াটিং অত্যন্ত সহজ বলেই মনে হচ্ছিল। ঠিক এখানেই বল হাতে তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। দুরন্ত বলে প্রথমে ইয়ংকে সাজঘরে ফেরান তিনি। স্লিপে ক্যাচ দিয়ে ৭১ রানে আউট হন ইয়ং। এরপরে একই ওভারে আরেকটি অনবদ্য বলে ব্লান্ডালের উইকেট ভেঙে দেন জাডেজা।
গ্লেন ফিলিপ্সকে সেই জাডেজাই সাজঘরে ফেরান। বাকি দুই উইকেট যেখানে ঘূর্ণি বলে পেয়েছিলেন, সেখানে সোজা বলে ফিলিপ্সকে বোল্ড করেন জাডেজা। তবে পরপর তিন উইকেট হারালেও মিচেল নিজের ছন্দেই এগিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু ব্যক্তিগত শতরানের পথেই এগোচ্ছেন। মিচেলের উইকেট নিয়ে কিউয়িদের দ্রুত অল আউট করার লক্ষ্যে দিনের শেষ সেশনে মাঠে নামবে ভারত।
এর আগে প্রথম সেশনটা ছিল আরেক স্পিনারের। তিনি ওয়াশিংটন সুন্দর। অবশ্য শুরুটা করেন আকাশ দীপ। দিনের চতুর্থ ওভারেই ডেভন কনওয়েকে চার রানে এলবিডব্লু করে সাজঘরে ফেরান আকাশ দীপ। এরপর কিউয়ি অধিনায়ক ল্যাথামকে সঙ্গ দিতে নামেন ইয়ং। দুইজনে মিলে কিউয়ি দলের ইনিংস বেশ দেখেশুনেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল দু'জনকে বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। তবে গত ম্যাচে ভারতের হয়ে নজরকাড়া পারফর্ম করা ওয়াশিংটন সুন্দর বল হাতে তুলে নিতেই বদলায় ছবিটা।
প্রথমে ল্যাথামের ডিফেন্স ভাঙেন তারকা অফস্পিনার। তাঁর রক্ষণভেদ করে উইকেট ভেঙে ফেলেন ওয়াশিংটন সুন্দর। ২৮ রানে ফিরতে হয় ল্যাথামকে। অনেকটা একেবারে কার্পন কপির মতোই রাচিন রবীন্দ্রকেও মাত্র পাঁচ রানে বোল্ড করেন সুন্দর। রবীন্দ্র গোটা সিরিজ় জুড়েই অনবদ্য ফর্মে রয়েছেন। সেই কারণেই মাত্র পাঁচ রানে তাঁর উইকেট তুলে নেওয়াটা নিঃসন্দেহে বেশ বড় সাফল্য।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।