Rinku Singh: ভারত-জ়িম্বাবোয়ে সিরিজ়ের মাঝেই রিঙ্কুর সঙ্গে রহস্যময়ী মহিলার জঙ্গল সাফারির ছবি ভাইরাল
Rinku Singh Viral Pic: এক মহিলার সঙ্গে রিঙ্কুর ছবি ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। অপর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যেখানে রিঙ্কু এবং ওই মহিলাকে একসঙ্গে দেখা গিয়েছে।
হারারে: ভারত বনাম জ়িম্বাবোয়ে সিরিজ়ের মাঝেই এক রহস্যময়ী নারীর সঙ্গে রিঙ্কু সিংহের (Rinku Singh) ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুইজনের হাসিমুখে তোলা একাধিক সেলফি দেখে নেটজেনদের প্রশ্ন কে এই মহিলা?
বর্তমানে জ়িম্বাবোয়ের হারারেতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় (ZIM vs IND) খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। বিশ্বজয়ের এক সপ্তাহ পরেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নেমে পরাজিত হতে হয়েছিল ভারতকে। কিন্তু সেই হতাশাজনক পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ়ে ২-১ এগিয়েও গিয়েছে। রিঙ্কুও বেশ ছন্দে রয়েছেন। তবে এই সিরিজ়ের মাঝেই এক মহিলার সঙ্গে রিঙ্কুর ছবি ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যেখানে রিঙ্কু এবং ওই মহিলাকে একসঙ্গে দেখা গিয়েছে। এই মহিলার নাম শাহনিল গিল।
Rinku Singh- Lo Saab Bhabhi se Milo !! #INDvsZIM pic.twitter.com/pBKDvxHXH0
— Arpita ♡ (@Khoyi_hui_ladki) July 10, 2024
শাহনিল আদপে চলতি সিরিজ়ে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের দিদি। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই ভারতীয় দল সপরিবারে জঙ্গল সাফারিত গিয়েছিল। সেই সময় দলের সঙ্গে গিলের বোনও ছিলেন। গিল ও রিঙ্কু অতীতে কেকেআরের হয়ে একসঙ্গে খেলায় বেশ ভাল বন্ধু। সেই সূত্রেই গিলের দিদির সঙ্গে রিঙ্কুরও বেশ ভাল বন্ধুত্ব রয়েছে। সেই সূত্রেই দুইজনের পরিচিতি।
The BCCI, along with Zimbabwe Cricket and Zimbabwe Tourism, had organised a Wild Life Tour for the Indian Cricket Team & their families in Harare.
— BCCI (@BCCI) July 9, 2024
📸 📸 Here are the snapshots from that visit 🔽#TeamIndia | #ZIMvIND pic.twitter.com/92j6djyVqv
গত বছর রিঙ্কুর এক ছবিতেও শাহনিলের কমেন্ট বেশ ভাইরাল হয়। রিঙ্কুকে সেখানে 'হিরো' বলে আখ্যা দেন শাহনিল। দুইজনের মধ্যে সম্পর্কের কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা চললেও, আদপে এই নিয়ে পাকাপাকি কোনও খবর নেই। গোটা বিষয়টাই তাই জল্পনার পর্যায়েই রয়েছে।
প্রসঙ্গত, শনিবার ১৩ জুলাই ভারত ও জ়িম্বাবোয়ে একে অপরের বিরুদ্ধ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচ জিতে কিন্তু সিরিজ় পকেটে পুরতেই বদ্ধপরিকর হয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোপা আমেরিকা সেমিফাইনাল শেষেই স্ট্যান্ডে সমর্থক-ফুটবলারদের হাতাহাতি, তদন্ত শুরু করল CONMEBOL