Rinku Singh: 'চোখের কোণে জল তো আসবেই', সম্ভাব্য আন্তর্জাতিক অভিষেক নিয়ে অকপট রিঙ্কু সিংহ
Indian Cricket Team: আসন্ন এশিয়ান গেমসেই প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ।
নয়াদিল্লি: গত সপ্তাহেই এশিয়ান গেমসের (Asian Games 2023) জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। আইপিএলে অনবদ্য পারফরম্যান্সের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রিঙ্কু। জাতীয় দলের হয়ে ডাক পাওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন রিঙ্কু সিংহ। এরই মাঝে নিজের প্রিয় ক্রিকেটার, নিজের আইডলের নাম জানালেন তরুণ বাঁ-হাতি ব্যাটার।
রিঙ্কুর প্রিয় ক্রিকেটার কিন্তু আরেকজন বাঁ-হাতে ব্য়াট করা ভারতীয় প্রাক্তনীই। কে তিনি? তিনি আর কেউ নন, সুরেশ রায়না (Suresh Raina)। এই বিষয়ে কথা বলতে গিয়ে রিঙ্কু জানান, 'সুরেশ রায়না আমার আইডল। আমি নিরন্তর ওঁর সঙ্গে যোগাযোগ রাখি। ও আইপিএলের কিংগ। সময় সুযোগ মতো সবসময়ই ওঁ আমায় খুঁটিনাটি নানা পরামর্শ দেন। ওঁ এবং ভাজ্জু পা (হরভজন সিংহ) আমার কেরিয়ারে আমায় অনেক সাহায্য করেছেন। ওঁদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এত বড় বড় ক্রিকেটাররা বাহবা দিলে তো নিজেকে উন্নত করার ইচ্ছাটা আরও বেড়ে যায়।'
অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রতিভার জোরে জাতীয় দলে সুযোগ পাওয়ার সফরটা রিঙ্কুর জন্য় কিন্তু একেবারেই সহজ ছিল না। রিঙ্কু জানান তিনি জাতীয় দলের জার্সি প্রথমবার গায়ে চাপানোর পর কেঁদে ফেলতে পারেন। তবে তাঁর থেকে তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখে যে তাঁর বাবা মা বেশি খুশি হবে, সেই বিষয়ে রিঙ্কু নিশ্চিত।
'সকলেই ভারতের জার্সি গায়ে চাপাতে চায়। আমি ভবিষ্যৎ নিয়ে বেশি কিছু ভাবতে চাই না, কারণ যত বেশি এইসব নিয়ে ভাবব, তত চাপ বাড়বে। তবে হ্যাঁ পেশাদার ক্রীড়াবিদরা সবসময়ই নিজেদের দেশের হয়ে খেলতে মুখিয়ে থাকেন। আমি জানি আমায় জাতীয় দলের জার্সি গায়ে দেখে পরিবার, বাবা মা আমার থেকেও বেশি খুশি হবেন। ওঁরা তো এই দিনটারই অপেক্ষায় ছিলেন। ওঁরা আমার খাটনি দেখেছেন, সব চড়াই উতরাইয়ে আমাদের পাশে থেকেছেন। আমি যেদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপাব, সেইদিনটা ওঁদের জন্য উৎসর্গ করব। আমি নিজেও একটু আবেগপ্রবণ। আমি নিশ্চিত প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পর আমার চোখের কোণাতেও জল আসবে। এই সফরটা সুদীর্ঘ এবং বেশ কঠিন ছিল।' বলেন তরুণ ক্রিকেটার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষায় ইনফেকশন থেকে কীভাবে বাঁচাবেন শখের নখ? রইল সহজ টিপস