ICC Rankings: শীর্ষেই রইলেন বুমরা, হেডিংলেতে দল হারলেও জোড়া শতরানে কেরিয়ার সেরা রেটিং পেলেন পন্থ
Rishabh Pant: ঋষভ পন্থের দখলে বর্তমানে কেরিয়ার সেরা ৮০১ পয়েন্ট রয়েছে।

দুবাই: হেডিংলেতে গত ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে গত ম্যাচে পরাজিত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তবে তিনি অনবদ্য পারফর্ম করেছিলেন। দুই ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এবার তার সুফলও পেলেন তিনি। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা রেটিং পয়েন্টে পেয়ে গেলেন ভারতীয় দলের তারকা কিপার-ব্যাটার।
হেডিংলেতে পন্থ দুই ইনিংসে যথাক্রমে ১৩৮ ও ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। এই জোড়া শতরানের সুবাদে একাধিক ইতিহাস গড়েছিলেন পন্থ। এবার কেরিয়ার সেরা ৮০১ রেটিং পয়েন্টে পৌঁছে গেলেন তিনি। তবে ব়্যাঙ্কিংয়ে নিজের সর্বকালের সেরা পাঁচ নম্বর থেকে একধাপ আপাতত পিছিয়েই রয়েছেন ভারতীয় দলের তারকা। শীর্ষে থাকা জো রুটের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান ৮৮। রুট নিজের শীর্ষস্থান বজায় রেখেছেন। তাঁর সতীর্থ হ্যারি ব্রুকই রয়েছেন দুই নম্বরে। ১৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংস বেন ডাকটেও কেরিয়ার সেরা আট নম্বর স্থানে পৌঁছে দেয়।
অপরদিকে, যশপ্রীত বুমরা প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। তিনি কিন্তু এই পারফরম্যান্সের সুবাদে বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজের দখলেই রেখেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড এক ধাপ এগিয়ে এসেছেন। তিনি আপাতত চতুর্থ স্থানে রয়েছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায়ও এক ভারতীয়ই একেবারে শীর্ষে রয়েছেন। তিনি রবীন্দ্র জাডেজা। হেডিংলেতে সাধারণ পারফরম্যান্স সত্ত্বেও জাডেজা এক নম্বর অলরাউন্ডারের স্থান নিজের দখলেই রাখলেন।
প্রসঙ্গত, হেডিংলেতে এই দুই শতরানের পরেও কিন্তু পন্থের ডাক্তার তাঁর ওপর ক্ষুব্ধ। ঋষভ পন্থ আইপিএলের শেষ ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংস, পর পর দুই ইনিংসে শতরান হাঁকিয়েই অভিনবভাবে তা উদযাপন করেন। পন্থকে ২২ গজের পাশেই সামারসল্ট মারতে দেখা যায়। এই বিষয়টা একেবারেই পছন্দ করছেন না ডাক্তার দীনশ পার্দিওয়ালা। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পর এই ডাক্তারই পন্থের চিকিৎসা করেছিলেন। সেই তিনিই পন্থের এই সামারসল্ট মারাকে একেবারে অহেতুক বলে মনে করছেন।
পার্দিওয়ালার মতে পন্থ যদিও একজন অনুশীলনপ্রাপ্ত জিমন্যাস্ট এবং তাঁর মধ্যে সামারসল্ট মারার ফূর্তি ও অনুশীলন রয়েছে, তবে এটা জরুরি নয়। তিনি বলেন, 'ঋষভ জিমন্যাস্ট হিসাবে অনুশীলন করেছেন আগে। ওঁকে দেখতে বড়সড় হলেও ওঁর মধ্যে প্রচুর ফূর্তি ও নমনীয়তা রয়েছে। সেই কারণেই তো ওঁ এইসব সামারসল্ট মারছে আজকাল। এটা




















