Rishi Dhawan: অস্ট্রেলিয়ায় অভিষেক, মুম্বইয়ের জার্সিতে আইপিএল জয়, আচমকাই অবসর ঘোষণা তারকা ক্রিকেটারের
Rishi Dhawan Retirement: আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে খেলেছেন হিমাচলপ্রদেশের এই ৩৪ বছরের পেসার অলরাউন্ডার।
মুম্বই: যেই অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) নাস্তানাবুদ হতে হল ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। সেই অস্ট্রেলিয়ার মাটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ভারতের সিরিজ হারের পরের দিন আচমকাই সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের তারকা অলরাউন্ডার ঋষি ধবন। খুব একটা আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি। তবে ৩৪ বছরের পেস বোলার অলরাউন্ডার দেশের জার্সিতে তিনটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছিলেন। ২০১৬ অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক হয়েছিল ধবনের।
আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে খেলেছেন ঋষি ধবন। হিমাচলপ্রদেশের জার্সিতে প্রথম শ্রেণির ম্য়াচে খেলেছেন। চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে ৩৯৭ রান করেছেন ব্যাট হাতে। প্রায় ৭৯.৪০ গড়ে তিনি ব্যাটিং করেছেন রঞ্জিতে। বল হাতেও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ১১ উইকেট। নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের কথা জানিয়ে আবেগঘন পোস্ট করেছেন ঋষি।
ঘরোয়া ক্রিকেটে ঋষির রেকর্ড বেশ ঈর্ষণীয়। এখনও পর্যন্ত মোট ১৩৪টি লিস্ট এ ম্য়াচ খেলে মোট ১৮৬টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ২০৯৬ রান। গড় ৩৮.২৩। একটি সেঞ্চুরিও রয়েছে। অন্য়দিকে টি-টোয়েন্টি ফর্ম্য়াট ঘরোয়া ক্রিকেটে ১৩৫টি ম্য়াচ খেলে ১১৮ উইকেট নিয়েছেন। ১৭৪০ রানও করেছেন। ১২১-এর ওপর স্ট্রাইক রেটে। ২০২০-২১ মরশুমে হিমাচলপ্রদেশের জার্সিতে বিজয় হাজারে ট্রফিতে প্রথম পাঁচ সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারের তালিকায় ছিলেন ধবন। ওই মরশুমেই বোলারদের তালিকাতেও সেরা পাঁচে ছিলেন তিনি। ৮ ম্য়াচে সেবার ব্যাট হাতে ৪৫৮ রান করেছিলেন। একই সঙ্গে তুলে নিয়েছিলেন ১৭ উইকেট। সেবার হিমাচলপ্রদেশ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়।
View this post on Instagram
আইপিএলের ২০১৩ সালে চ্যাম্পিয়ন মুম্বই দলের সদস্য ছিলেন ধবন। সেবার ৩৯ ম্য়াচে ২৫ উইকেট নিয়েছিলেন ও ব্যাট হাতে ২১০ রান করেছিলেন। ২০১৪-২০২৪ পর্যন্ত পাঞ্জাব দলের সদস্য ছিলেন তিনি। যদিও এই মরশুমের আইপিএের নিলামের আগে পাঞ্জাব ছেড়ে দিয়েছিল ঋষি ধবনকে। এরপর কোনও ফ্র্যাঞ্চাইজিই নিলামে তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি।
আরও পড়ুন: শেষবার অস্ট্রেলিয়ায় খেললেন বিরাট? কিং-কে বিশেষ বার্তা পাঠালেন কামিন্স