Mamata Banerjee: ক্রিসমাস উপলক্ষে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানে শান্তির বার্তা
ABP Ananda LIVE : 'ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি'তে মধ্যরাতের প্রার্থনা সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি'তে পোপের সঙ্গে ফিতে কাটতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও অনেক অনুষ্ঠান উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে প্রকাশিত হয়েছে নতুন গান। বড়দিন উপলক্ষ্যেও দেখা গেল সেই চেনা ছবি। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নতুন একটি বাংলা গান প্রকাশিত হয়েছে। গানের মধ্যে রয়েছে শান্তি , সম্প্রীতি, ঐক্য এবং ভালবাসার বার্তা।
'প্রতি বছরের মতো এবারও আমি কলকাতার বড়বাজারের মোস্ট হোলি রোজারি ক্যাথেড্রালে মধ্যরাতের প্রার্থনাসভায় যোগ দেওয়ার সৌভাগ্য লাভ করেছি। কলকাতার আর্চবিশপের উপস্থিতিতে আমি সকলের স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য প্রার্থনা করেছি। বড়দিনের উষ্ণতা বাংলার অলিগলি আলোকিত করেছে, এবং মানুষের হৃদয়কে আশা, শান্তি ও একাত্মতার অনুভূতিতে ভরিয়ে তুলেছে। এই পবিত্র ঋতু যখন শেষ হতে চলেছে, তখন এর দয়া, ক্ষমা এবং সহানুভূতির বার্তা আমাদের সাথে থাকুক, এবং আমাদের নতুন একটি বছরে পথ দেখাক, যা হবে আশাবাদ, উজ্জ্বলতা এবং সম্ভাবনায় পরিপূর্ণ।সকলকে একটি আনন্দময় উৎসবের মরশুম এবং সামনের বছরের জন্য অনেক শুভেচ্ছা', ফেসবুক পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী।


















