Virat Kohli: বিরাটের সঙ্গে সম্পর্ক খারাপ কেন হয়েছিল? কারণ খোলসা করলেন উথাপ্পা
Uthappa On Virat: যুবরাজ সিংহকেও সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলেই প্রশ্ন তুলেছিলেন উথাপ্পা। বাঁহাতি অলরাউন্ডার শেষ পর্যন্ত ২০১৯ সালে অবসর নিয়ে নেন।

মুম্বই: ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন ভারতীয় দলে থাকার সময়। সম্প্রতি এক পডকাস্টে এসে বিরাটের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরলেন রবিন উথাপ্পা। কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেকেআরের জার্সিতে আইপিএল জেতা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আর সেই ঘটনাই নাকি সম্পর্ক খারাপ করে দিয়েছিল দুজনের মধ্য়ে।
ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৯ সালে বিশ্বকাপের দল নির্বাচনের সময়। সেই সময় বিশ্বকাপের দল নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে আম্বাতি রায়াডুকে বাদ দিয়ে বিজয় শঙ্করকে নেওয়া হয়েছিল। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রবিন উথাপ্পা। এমনকী যুবরাজ সিংহকেও বাদ দেওয়া হয়েছিল। উথাপ্পা বলেন, ''আমার পুরো সাক্ষাৎকারে বিরাটকে নিয়ে কথা বলা উদ্দেশ্য ছিল না। আমাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাব আমি দিচ্ছিলাম। আমি সেই মুহূর্তে বিরাটের অনুভূতি বা এই বিষয়টি বিবেচনা করিনি যে আমি যা বিশ্বাস করি তা বিরাটের জানা উচিত। বিরাটের সঙ্গে আমার সম্পর্কের সমীকরণ ওই সাক্ষাৎকারের পর একটু বদলে গিয়েছিল। এই ইন্টারভিউ থেকে আমি শিক্ষা নিয়েছিলাম। শিখেছিলাম সর্বসাধারণের সামনে কিছু বলার আগে ব্যক্তিগত পরিসরে কথা বলা উচিত ছিল। পডকাস্টে কিছু বলার আগে বিরাটের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল।'' পুরনো ঘটনা উল্লেখ করলেন রবিন উত্থাপ্পা।
যুবরাজ সিংহকেও সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলেই প্রশ্ন তুলেছিলেন উথাপ্পা। বাঁহাতি অলরাউন্ডার শেষ পর্যন্ত ২০১৯ সালে অবসর নিয়ে নেন। ২০০৭ টি-টােয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বলেন, ''আমি বিরাটের নেতৃত্বে আমার খেলার অভিজ্ঞতা নিয়ে কিছু প্রশ্ন তুলিনি। আমি আমার একজন বিশেষ বন্ধুর অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলেছিলাম। আর সবচেয়ে বড় কথা বিরাটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠেনি। নেতৃত্বের ধরণ নিয়ে প্রশ্ন উঠেছে।''
বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের স্টলওয়ার্ট। কিন্তু তাঁরা দুজনেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সরে দাঁড়িয়েছেন। টেস্ট ফর্ম্য়াটে ইংল্যান্ড সিরিজের আগেই আচমকাই আইপিএলের মাঝে অবসরের সিদ্ধান্ত নেন দুজনে। এখন বাকি শুধু ওয়ান ডে ফর্ম্য়াট। তবে সেই ফর্ম্য়াটে ধারাবাহিক সুযোগ তাঁরা পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে সমর্থকরা চাইছেন তাঁরা দুজনে যেন ফেয়ারওয়েল ম্য়াচ পান। আগামী অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজেই কি শেষ বার দেখা যাবে বিরাট ও রোহিতকে?




















