IND vs AUS: ব্যক্তিগত ৫০, ১০০ গুরুত্বহীন.... অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর 'টিমম্যান' রোহিত আর কী বললেন?
Rohit Sharma: অজ়িদের বিরুদ্ধে সাতটি চার ও আটটি ছক্কা ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
সেন্ট লুসিয়া: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে ২৪ রানে জয় পেয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে দুরন্ত ৯২ রানের ইনিংসে দলের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দুরন্ত আগ্রাসী ইনিংসে সকলেরই নজর কাড়লেও, অনেকেই মনে করছেন রোহিত নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। তবে রোহিত নিজে কিন্তু এই বিষয়ে একেবারেই চিন্তিত নন।
ভাবলেশহীনভাবে ম্যাচের শেষে 'হিটম্যান' সাফ জানিয়ে দেন, যে তাঁর কাছে ব্যক্তিগত হাফসেঞ্চুরি বা সেঞ্চুরির কোনও গুরুত্ব নেই। ম্য়াচ শেষে রোহিত বলেন, 'ব্যক্তিগত ৫০ বা ১০০ রান করাটা আমার গুরুত্বহীন। আমি একই মেজাজে আগ্রাসীভাবেই নিজের ইনিংস চালিয়ে যেতে চেয়েছিলাম। বড় রান করতে কে না ভালবাসে। তবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের চাপে ফেলাটাও সমান গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আজকের ইনিংসে আমি সেটা করতে সমর্থ হয়েছি।'
নিজের শট নির্বাচনেও সকলকে মুগ্ধ করেন রোহিত। তিনি যে পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিং পরিকল্পনা বদল করেন, সেকথাও জানিয়ে দেন রোহিত। 'ম্যাচের প্রথম ওভার থেকে জোরে হওয়া দিচ্ছিল। ওরা তো সেই মতো বোলিং পরিকল্পনা বদল করে, তাই আমার জন্যও অফ সাইডে খেলাটা দরকারি ছিল। বোলারারও তো বুদ্ধিমান, তারা যে হাওয়াটাকে নিজেদের কাজে লাগাবে, সেটা তো জানা কথা। সেটা বুঝে সেইমতোই উইকেটের দুই দিকেই শট খেলাটা তাই গুরুত্বপূর্ণ। জোর করে এক শট খেলার চেষ্টা না করলেই বিকল্পটা অনেক বেড়ে যায়। পিচটা তো ভালই ছিল। তাই এমন পিচে নিজের দক্ষতার ওপর আস্থা রাখা প্রয়োজনীয়। এভাবে বহুদিন ধরেই খেলার চেষ্টা করছিলাম। সেটা সফল হয়েছে দেখে আনন্দই হচ্ছে।'
এই ম্যাচে ৯২ রানের ইনিংসে রোহিত জোড়া নজির গড়েন। তিনি প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে দু'শোটি (২০৩) ছয় মারার গণ্ডি পার করেন। পাশাপাশি বিরাট কোহলিকে পিছনে ফেলে রোহিতই বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়ন্টিতে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক (৪১৬৫)।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে নেতৃত্বে গিল, দুরন্ত আইপিএল মরশুমের পুরস্কার পেলেন চার তরুণ