(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ZIM: জিম্বাবোয়ের বিরুদ্ধে নেতৃত্বে গিল, দুরন্ত আইপিএল মরশুমের পুরস্কার পেলেন চার তরুণ
India vs Zimbabwe: ৬ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ের পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ়। চলবে ১৪ জুলাই পর্যন্ত।
মুম্বই: জল্পনা ছিলই। সেই জল্পনাই সত্যি হল। জিম্বাবোয়ের বিরুদ্ধে (IND vs ZIM) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন শুভমন গিল (Shubman Gill)। দুরন্ত আইপিএল মরশুমের পুরস্কার পেলেন এক, দুই নয়, চারজন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াডে মূলত আইপিএল মাতানোর পরেই ডাক পেলেন নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা, তুষার দেশপাণ্ডে এবং রিয়ান পরাগ। বাংলা থেকে মুকেশ কুমারও টিম ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছেন। এই চার তারকাই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন।
বর্তমানে টি-২০ বিশ্বকাপ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। ২৯ তারিখ টুর্নামেন্টের ফাইনাল। তার ঠিক সপ্তাহখানেক পরেই শুরু হচ্ছে জিম্বাবোয়ে সফর। সেই কারণে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবও খেলবেন না সেই সিরিজ়। সিনিয়রদের অনুপস্থিতিতেই নেতৃত্বে ব্যাটন তুলে দেওয়া হল গিলের হাতে। তিনি প্রথমবার টিম ইন্ডিয়ার সিনিয়র দলকে নেতৃত্ব দেবেন বটে। তবে অধিনায়কত্ব করাটা তাঁর কাছে নতুন কিছু নয়। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। গিলের তত্ত্বাবধানে এক তরুণ ভারতীয় দলই জিম্বাবোয়ে সফরে যাবে। সেখানে একগুচ্ছ নতুন মুখ রয়েছে।
এবারের আইপিএলে রিয়ান পরাগ ১৬ ম্যাচ খেলে ৫৭৩ রান করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের নীতীশ রেড্ডি তো টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার হন। ৩৩.৬৭ গড় ও ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেছিলেন তরুণ অলরাউন্ডার। আইপিএলে নীতীশের সতীর্থ অভিষেক শর্মার ইনিংসের শুরুতেই আগ্রাসী ব্যাটিং তো হুলুস্থুলু ফেলে দিয়েছিল। ৪৮৪ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তুষার দেশপাণ্ডেও নিজের ব্যাটিং দাপটের মাঝে নিজের উইকেট নেওয়ার দক্ষতায় নজর কাড়েন। ১৭টি উইকেট নেন তিনি। এবার ভাল আইপিএলেরই সুফল পেলেন এই চার তারকা।
৬ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ের পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ়। চলবে ১৪ জুলাই পর্যন্ত। ৬, ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই পাঁচটি ম্যাচ আয়োজিত হবে। সবকয়টি ম্যাচই জিম্বাবোয়ের হারারেতে আয়োজিত হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪.৩০টে থেকে বসবে প্রতিটি ম্যাচের আসর।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল:-
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মহম্মদ শামির সঙ্গে বিবাহের জোর জল্পনার মাঝেই বলিউড তারকার সঙ্গে সানিয়া মির্জার ছবি ভাইরাল