IND vs AUS: ২০২৩-র পর আবার ২০২৫, ফের আইসিসি টুর্নামেন্টের নক আউটে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কী ভাবছেন রোহিত?
Champions Trophy 2025: ভারতীয় দল ইতিমধ্যেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই মাঠে তিন ম্যাচ জিতেছে। অপরদিকে, দুবাই এই টুর্নামেন্টে এই প্রথম খেলতে নামছে অস্ট্রেলিয়া।

দুবাই: ১৯ নভেম্বর, ২০২৩, ভারতীয় ক্রিকেট ইতিহাসের জন্য একটা অত্যন্ত বেদনাদায়ক দিন। আমদাবাদে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে সেই রাতে ভেঙে চুরমার হয়েছিল ভারতীয় দলের বিশ্বজয়ের স্বপ্ন। প্রায় বছর দেড়েক পর ফের একবার এক আইসিসি টুর্নামেন্টের নক আউট ম্যাচে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি (IND vs AUS) হতে চলেছে। অতীত হোক বা বর্তমান, বারংবার অজ়িরা কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ভঙ্গ করেছেন। মঙ্গলবার, ৪ মার্চ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্য়াম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে কী হতে চলেছে?
ভারতীয় দল দুবাইয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য। তিন ম্যাচে তিনটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে রোহিত বাহিনী। তবে অস্ট্রেলিয়াকে হালকা নেওয়ার ভুল কেউই করবেন না। রোহিত শর্মাও (Rohit Sharma) নিচ্ছেন না। তবে তাঁর গলায় আত্মবিশ্বাসও ধরা পড়ছে। এই ম্যাচ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, 'আইসিসি টুর্নামেন্টগুলিতে অস্ট্রেলিয়ার অতীত পারফরম্যান্স সম্পর্কে আমরা সকলেই জানি। সেই বিষয়টা মাথায় আছে। তবে গোটা বিষয়টাই আমাদের ওপর। ওই প্রতিপক্ষের বিরুদ্ধে কী করা উচিত, সেই পরিকল্পনা তৈরি করতে এবং ম্যাচের দিন নিজেদের মাথা ঠান্ডা রেখে তা কার্যকর করতে হবে। আশা করি একটা দারুণ ম্যাচ হতে চলেছে। '
এবারের ম্যাচের সঙ্গে ২০২৩ সালের অস্ট্রেলিয়া দলের আকাশ পাতাল তফাত। বিশ্বকাপ ফাইনালের অন্যতম দুই নায়ক - প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক নেই। সেই সঙ্গে নেই জশ হ্যাজলউডও। ত্রয়ীকে ছাড়া অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল। ভারতীয় দলেও অবশ্য নেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের জন্য গোটা টুর্নামেন্টেই খেলতে পারছেন না তিনি। তবে ভারতীয় দলে এখন এক ঝাঁক ম্যাচ উইনার। সঙ্গে এক্স ফ্যাক্টর বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। যিনি প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলানো হয় তাঁকে। পাঁচ উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিং ছারখার করে দিয়েছেন কেকেআরের বিস্ময় স্পিনার। ম্যাচের সেরাও হন তিনি। সেমিফাইনালেও তাঁর খেলার সম্ভাবনা প্রবল। সঙ্গে রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব - ভারতের স্পিন চতুর্ভুজ দুবাইয়ের মন্থর পিচে বিশ্বের যে কোনও ব্যাটিং লাইন আপের ঘুম কাড়তে পারে।
এই ম্যাচে জমজমাট হতে পারে বিরাট বনাম অ্যাডাম জাম্পা লড়াই। কোহলিকে পাঁচবার আউট করেছেন জাম্পা। সেমিফাইনালে অজি লেগস্পিনারকে সামলাতে পারবেন বিরাট? অস্ট্রেলিয়ার দুই নতুন পেসার - স্পেন্সার জনসন ও বেন ডোয়ার্সুইস ছন্দে। তাঁদের খেলাও সহজ হবে না। ভারতকে চিন্তায় রাখবে ট্র্যাভিস হেডের রেকর্ডও। ভারতকে দেখলেই যিনি জ্বলে ওঠেন। বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি রয়েছে। মঙ্গলবারও জ্বলে উঠলে কপাল পুড়তে পারে ভারতের।
আরও পড়ুন: 'দুঃস্বপ্নের' দুবাইয়ে স্বপ্নের প্রত্যাবর্তন, 'নার্ভাস ছিলাম', ভারতকে জিতিয়ে বললেন বরুণ চক্রবর্তী




















