Rohit Sharma: মহেন্দ্র সিংহ ধোনিই বদলে দিয়েছিল রোহিতের কেরিয়ার, কী বললেন হিটম্য়ান?
Rohit On Dhoni: ২০২০ সলে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনির হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিত, বিরাট, জাডেজা, ধবন, রাহানের মত তারকা ক্রিকেটারদের।
মুম্বই: ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে রোহিত শর্মার অভিষেক হয়েছিল ভারতীয় ক্রিকেটে। এরপর গত ১৭ বছরে ক্রমেই দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার হয়ে উঠেছেন হিটম্য়ান। এই মুহূর্তে ভারত অধিনায়কও তিনি। কিন্তু সেদিনের রোহিতের আজকের রোহিত হয়ে ওঠার পেছনে নাকি বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের বিশাল অবদান রয়েছে। এবার নিজেই সে কথা জানালেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০২০ সলে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনির হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিত, বিরাট, জাডেজা, ধবন, রাহানের মত তারকা ক্রিকেটারদের।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রোহিত এক স্টার স্পোর্টসের এক সাক্ষাৎকারে বলেন, ''আমার ২০০৭ সালে ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। আমরা একসঙ্গে এরপর থেকে অনেক ক্রিকেট খেলেছি একসঙ্গে। ওঁর সবচেয়ে বড় গুণ ছিল তরুণ প্রজন্মের ক্রিকেটারদের ভীষণভাবে সমর্থন করে থাকেন ধোনি। একজন তরুণ প্লেয়ারের পারফরম্য়ান্স যত খারাপই হোক না কেন, ধোনি ভাই প্রচুর সমর্থন জোগান। তরুণ প্লেয়ারদের সময় দেন, যাতে তারা পর্যাপ্ত সময় পায়। যখন কোনও এক প্লেয়ার খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখন এমনভাবেই কোনও অধিনায়কের সমর্থন দরকার। আমার কেরিয়ারেও শুরুর দিকে এভাবেই ধোনি ভাই আমাকে সমর্থন জুগিয়েছিলেন।''
View this post on Instagram
উল্লেখ্য, টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২০০৭ সালে অভিষেক করার পর টেস্ট ক্রিকেটে ২০১৩ সালে রোহিত শর্মা টেস্টে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বে গত এক বছরের তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছেছিল ভারত। কিন্তু ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। অন্য়দিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে হেরে যেতে হয়েছিল। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। যদিও চলতি বছর আইপিএলের আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয় নেতৃত্ব থেকে। তবে দেশের জার্সিতে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে জয় ছিনিয়ে নেন রোহিত।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব এসেছিল, কেন তা ফিরিয়ে দিলেন জয় শাহ?