Rohit Sharma's Wife: রোহিতের পাশে বসেই চাহালকে কার্টুন সম্বোধন করে বিতর্কে রীতিকা
Rohit Ritika On Chahal: এর আগেও বিভিন্ন সময়ে যুজির সঙ্গে জাতীয় দলে খেলার সময় হাসি ঠাট্টা মজা করতে দেখা গিয়েছে হিটম্য়ানকে। ড্রেসিংরুমেও দুজনের খুনসুটির ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বারবার।

মুম্বই: কিছুদিন আগেই আইপিএলের মঞ্চে কুলদীপ যাদব ও রিঙ্কু সিংহের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল রিঙ্কুকে ইয়ার্কির ছলে গালে থাপ্পর মারছেন কুলদীপ। সেই ভিডিও ক্লিপটি এতটাই ভাইরাল হয় যে সোশ্য়াল মিডিয়ায় তা বিতর্কের দানা বেঁধেছিল। যতই সতীর্থ হোক না কেন, এভাবে সর্বসমক্ষে কোনও ক্রিকেটারের গায়ে হাত কি কেউ দিতে পারেন? এই প্রশ্ন উঠেছিল। এবার ঠিক তেমনই এক বিতর্কের জন্ম দিলেন রীতিকা সাজদে। যিনি রোহিত শর্মার স্ত্রী। যুজবেন্দ্র চাহালকে নিয়ে একটি শোয়ে এসে অদ্ভুত এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি।
বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ ও তাঁর স্ত্রী গীতা বসরার একটি শো 'Who’s the Boss’ এ এসেছিলেন সস্ত্রীক রোহিত শর্মা। সেখানেই গল্পের ছলে আড্ডা চলছিল। সেখানেই রোহিত শর্মার কাছে বিভিন্ন ক্রিকেটার ও তাঁদের পার্সোনালিটি সম্পর্কে জানতে চেয়েছিলেন হরভজন। কপিল দেব, যুবরাজ সিংহ, সূর্যকুমার যাদবের মতই যুজবেন্দ্র চাহালের নামও নিয়েছিলেন ভাজ্জি। ঠিক তখনই হেসে ফেলেন রোহিত। এর আগেও বিভিন্ন সময়ে যুজির সঙ্গে জাতীয় দলে খেলার সময় হাসি ঠাট্টা মজা করতে দেখা গিয়েছে হিটম্য়ানকে। ড্রেসিংরুমেও দুজনের খুনসুটির ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বারবার। তবে এবার রোহিত কিছু বলার আগেই মুখ খোলেন রীতিকা। তিনি চাহালকে 'কার্টুন' বলে সম্বোধন করেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। অনেকেই বলেন যে এটাই যদি অনুষ্কা শর্মা বলতেন, তাহলে তা খবর হয়ে যেত। কিন্তু রোহিতের স্ত্রী কীভাবে একজন ক্রিকেটারকে এভাবে অপমান করতে পারেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।
দেশের জার্সিতে এই মুহূর্তে খেলছেন না চাহাল। সীমিত ওভারের কোনও ফর্ম্য়াটেই আর দেখা যায় না চাহালকে। নির্বাচকরাও ধীরে ধীরে ৩৫ ছুঁইছুঁই চাহালের থেকে মুখ ফিরিয়েছেন। দেশের জার্সিতে ৭২ ওয়ান ডে ম্য়াচে ১২১ উইকেট নিয়েছেন এই লেগি। অন্য়দিকে ৮০টি টি-টায়েন্টি ম্য়াচে ৯৬ উইকেটের মালিক তিনি। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিক পঞ্জাব কিংসের জার্সিতে গত মরশুমে খেলা এই হরিয়ানার লেগস্পিনার।
রোহিত শর্মা এই মুহূরেতে ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন। টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ানোর পর এখন শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই দেখা যাবে মুম্বইকরকে। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে।




















