Indian Cricket Team: 'প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে', কোন সতীর্থকে ভারতের 'ক্রাইসিসি ম্যান' আখ্যা দিলেন রোহিত শর্মা?
Rohit Sharma: রোহিতের মতে কেউ জাতীয় দলে খেলে সমালোচনার ভয় পেলে তাঁর বাড়িতেই নিজের খাটে বসে থাকা উচিত।

নয়াদিল্লি: সদ্যই ভরা আইপিএলের মরশুমে টেস্ট দল থেকে অবসরের কথা ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটে বাড়তি চাপ থেকে দলের 'ক্রাইসিস ম্যান' নিয়ে অকপট রোহিত।
রোহিতের মতে ভারতীয় ক্রিকেটে সমালোচনা হয়েই থাকে, তবে সেইসব নিয়ে ভাবলে তাহলে তার বাড়ি বসে থাকা ভাল। তিনি বলেন, 'আমি তো এইসব নিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। এইসব যদি কোনও ক্রিকেটারের ওপর প্রভাব ফেলে, তাহলে তার বাড়িতে বসে থাকাই ভাল। বাড়িতে নিজের খাটে শুয়ে শুয়ে ভাবুক না যে আমি অহেতুক এত সমালোচিত হতে হচ্ছে, আমি এমনভাবে খেলতে পারব না। গোটা বিশ্বই আমার বিপক্ষে। এইসব ভাবলে তো হয়েই গেল।'
তবে খেলোয়াড়দের উপর গোটাটা একেবারেই যে প্রভাব ফেলে না, এমনটাও নয়। 'খেলোয়াড়রা সাধারণত মোটা চামড়ার হয়। তবে এই বিষয় একেবারেই প্রভাব ফেলে না বলব না। কারুর কারুর ওপর এর প্রভাব পড়তে পারে, আবার কারুর ওপর নাও পড়তে পারে। আমার ওপর যেমন এসবের আর কোনও প্রভাবই হয় না। আমি বহুদিন ধরে খেলছি, এসবে আর কিছু হয় না।' বলেন ভারতীয় অধিনায়ক।
এরপরেই রোহিত এক সতীর্থের বিভিন্নতা, দায়বদ্ধতা ও বৈচিত্রের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন। রোহিতের মতে দলের স্বার্থে সে সবকিছু করতে পারেন। কে তিনি? তিনি আর কেউ নন কেএল রাহুল (KL Rahul)। রোহিত বলেন, 'বিগত দুই, তিন বছরে ও আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হয়ে উঠেছে। আমি তো ওকে ক্রাইসিস ম্যান হিসাবে দেখি। আমাদের যখন, যেখানে, যা প্রয়োজন হয়েছে, কেএল সবসময় আগে এগিয়ে এসেছে। ওকে কিপিং করতে বল, ও কিপিং করবে। ওকে ভিন্ন ভিন্ন জায়গায় ব্যাট করতে বল, ও ব্যাট করবে। কোনওকিছুতেই না করে না ও।'
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটে বর্তমানে সবথেকে বড় প্রশ্ন হল রোহিতের অবর্তমানে টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক কে হবেন? টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। বর্ডার-গাওস্কর ট্রফিসহ অতীতে ইংল্যান্ড সিরিজ়েও বুমরাকে জাতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। তবে বুমরার ক্ষেত্রে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, সেই কারণেই তাঁর পাকাপাকি অধিনায়ক হওয়ার সম্ভাবনা খানিকটা কম। আপাতত যা শোনা যাচ্ছে তাতে সাদা বলে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন গিলকে টেস্ট অধিনায়ক করা হতে পারে। তবে সরকারি ঘোষণার পরেই সবটা পরিস্কার হবে।




















