Rohit Sharma vs Gautam Gambhir: কোচ-অধিনায়ক বিভেদ! রোহিত ও গৌতম গম্ভীরের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি
BCCI: ভারতীয় দলের কোচ ও অধিনায়কের মধ্যে বিবাদের পাশাপাশি, কোচ ও প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যেকার সম্পর্কের অবনতি নিয়েও সম্প্রতি না না রিপোর্ট সামনে আসে।

নয়াদিল্লি: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ। তারপর অস্ট্রেলিয়াতেও গিয়ে ১-৩ সিরিজ় হার। পরপর দুই হতাশাজনক সিরিজ়ের জেরে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। সময়টা যে টিম ইন্ডিয়ার খুব একটা ভাল চলছে না, তা বলাই বাহুল্য। এরই মাঝে ভারতীয় দলের অন্দরমহলে ঝামেলার খবর শোনা যাচ্ছে।
বর্ডার-গাওস্কর ট্রফির শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে বিবাদ, এমনকী কোচ ও প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যেকার সম্পর্কের অবনতি নিয়েও না না রিপোর্ট সামনে আসে। তবে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্ল এই সমস্ত রিপোর্টকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি এই সব খবরের সবটাই গুজব। দলের অন্দরমহলের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে রাজীব শুক্ল বলেন, 'প্রধান নির্বাচক এবং কোচের মধ্যে কোনওরকম ঝামেলা নেই। অধিনায়ক ও কোচের মধ্যেও কোনওরকম দ্বন্দ্ব নেই। কিছু কিছু মিডিয়ায় এই যে খবর রটানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।'
বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা অজ়িভূমে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন। তারপরেই দাবি করা হচ্ছিল যে কোচ গম্ভীর নাকি সিনিয়রদের জানিয়ে দিয়েছিলেন পারফর্ম না করলে দল থেকে বাদ পড়তে হবে। কিন্তু এই সবটা ভুয়ো বলেই দাবি রাজীব শুক্ল। তবে হ্যাঁ, সম্প্রতি দলের খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা এবং আগামীর গতিবিধি নির্ধারিত করার জন্য বোর্ডের একটি বৈঠক আয়োজিত হয়েছিল বলে মেনে নেন রাজীব।
'রোহিত অধিনায়ক থাকার জন্য কোনওরকম জারিজুরি করেনি, ওই দলের অধিনায়ক। ফর্মে থাকা বা না থাকাটা তো ক্রিকেটের অঙ্গ। সব খেলোয়াড়রাই এর মধ্যে দিয়ে যায়। নিজের ফর্ম খারাপ, এটা বুঝেই ও নিজেই (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) পঞ্চম টেস্টের একাদশ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে রিভিউ বৈঠকটা হয়ে গিয়েছে। আমরা এগিয়ে যাওয়ার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, সেই নিয়ে আলোচনা করেছি।'
পাশাপাশি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণার দিনক্ষণ নিয়েও কথা বলেন রাজীব শুক্ল। ভারতীয় দল বাদে সকলেই নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। শুক্ল জানান আগামী সপ্তাহে, রবিবার নাগাদ ১৮ বা ১৯ তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাইয়ের জন্য বৈঠক হবে। তারপরেই ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষিত হবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ! কোথায়, কখন দেখবেন?




















