Sachin Tendulkar: 'লর্ডসের অনার্স বোর্ডে তো তোমার নামই নেই', খোঁচার জবাবে সচিন কী বলেছিলেন?
Lord's Cricket Ground: লর্ডসে ইনিংসে পাঁচ উইকেট নিলে বা শতরান হাঁকালে 'অনার্স বোর্ড'-এ নাম উঠে।

লন্ডন: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটার, টেস্ট এবং ওয়ান ডে ফর্ম্যাটে সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহকও বটে। ১০০টি শতরানের মালিক তিনি। তাঁকেই কি না সেঞ্চুরি নিয়ে খোঁচা শুনতে হল।
সম্প্রতি লর্ডসে (Lord's Cricket Ground) সচিনের একটি বিশেষ হাতে আঁকা ছবির উন্মোচন হয়েছে। আপাতত সেই ছবি এমসিসির মিউজ়িয়ামে থাকলেও পরে তা লর্ডসের প্যাভিলিয়নে বসানো হবে। সেইদিনই সচিনকে এমসিসির মার্ক নিকোলাস হালকা খোঁচা দেন। নিকোলাস বলেন, 'লর্ডস অনার্স বোর্ডে তো তোমার নাম নেই। কী ব্যাপার? উচ্চমানের ইংরেজ বোলিংয়ের জন্যই হয়ে উঠেনি হয়তো।' তার জবাবে অত্যন্ত ভদ্রতার সঙ্গে সচিন বলেন, 'আমি ১৯৯৮ সালে একটা মেমোরিয়াল ম্যাচ খেলেছিলাম। প্রতিপক্ষে গ্লেন ম্যাকগ্রা, অ্যালেন ডোনাল্ড, শ্রীনাথ, কুম্বলে ও ম্যাকমিলান ছিল। ওদের বিরুদ্ধে আমি শতরান করেছিলাম। হ্যাঁ, সবাই অনার্স বোর্ডে নাম লেখানোর কথা ভাবে, দুর্ভাগ্যবশত হয়তো সেটা ভাগ্যে ছিল না।'
লর্ডসে ইনিংসে পাঁচ উইকেট নিলে বা শতরান হাঁকালে 'অনার্স বোর্ড'-এ নাম উঠে। সচিন নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে কোনদিনও 'হোম অফ ক্রিকেটে' শতরান হাঁকাতে পারেননি। তাই অনার্স বোর্ডে তাঁর নাম নেই। তবে অনার্স বোর্ডে নাম না থাকলেও মাঠে এবার সচিনের আস্ত একটা ছবি বসতে চলেছে সেখানে। বৃহস্পতিবারই সচিনের ছবিটি উন্মোচিত হয়।
স্টুয়ার্ট পিয়ারসন রাইট এই ছবিটি আঁকেন। সচিনের শহর মুম্বইতেই ১৮ বছর আগে এই ছবিটি তোলা হয়েছিল। সেই ছবিটিই নিজের ক্যানভাসে ফুটিয়ে তুললেন স্টুয়ার্ট। এই বছরের শেষের দিক পর্যন্ত মিউজিয়ামেই এই ছবিটি রাখা হবে। তবে তারপর সেটিকে প্যাভিলিয়নে সরিয়ে আনা হবে।
সচিন একা নন, এর আগে আরও তিন ভারতীয় ক্রিকেটার (সব মিলিয়ে মোট পাঁচ ভারতীয়র ছবি রয়েছে এমসিসিতে) ছবি এমসিসির জন্য এই স্টুয়ার্ট পিয়ারসনই এঁকেছেন। এঁরা হলেন কপিল দেব, বিষণ সিংহ বেদী, দিলীপ বেঙ্গসরকার। এবার সেই তালিকায় যুক্ত হলেন সচিন। তবে বাকিদের থেকে সচিনের ছবিটি খানিক ভিন্ন। এক প্রেস রিলিজ় অনুযায়ী বাকিদের মতো ফুল লেংথ নয়, সচিনের ছবিটিতে কেবল তাঁর মাথা থেকে কাঁধ পর্যন্ত রয়েছে। সচিনের 'লার্জার দ্যান লাইফ' ভাবমূর্তি ফুটিয়ে তুলতেই কাঁধ পর্যন্ত এই ছবিটি আঁকা হয়। স্টুয়ার্ট পিয়ারসন নিজেও জানান যে এমসিসির তরফে সচিনের ছবিটি বাকি ভারতীয়দের ছবির থেকে ভিন্ন করার জন্য বলা হয়েছিল।




















