IPL 2023: আইপিএলে সবচেয়ে বেশিবার বিরাটকে আউট করেও নিলামে অবিক্রিত সন্দীপ শর্মা
Sandeep Sharma Update: চলতি বছর ফেব্রুয়ারি পঞ্জাব কিংস আবার দলে নিয়েছিল তাঁকে। কিন্তু কিছুদিন আগে হওয়া নিলামের আগে তাঁকে ছেড়েও দেয়।
মুম্বই: আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার কোহলিকে আউট করেছেন। মোট ৭ বার তাঁর বলে প্যাভিলিয়নের রাস্তা দেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু এরপরও আসন্ন আইপিএলের জন্য দল পেলেন না পাতিয়ালার ২৯ বছরের ডানহাতি পেসার। আইপিএলে পঞ্জাব কিংসের (তৎকালিন কিংস ইলেভেন পঞ্জাব) হয়ে অভিষেক হওয়া সন্দীপ শর্মা এরপর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। চলতি বছর ফেব্রুয়ারি পঞ্জাব কিংস আবার দলে নিয়েছিল তাঁকে। কিন্তু কিছুদিন আগে হওয়া নিলামের আগে তাঁকে ছেড়েও দেয়। কিন্তু নিলামে নাম লেখালেও শেষ পর্যন্ত কোনও দলই পেলেন না সন্দীপ।
আইপিএলে যতগুলো মরসুম খেলেছেন নিজের ছাপ রেখেছেন। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক ভাল পারফর্ম করে এসেছেন। কিন্তু এবারের নিলামে কোনও দল পাননি সন্দীপ শর্মা। তিনি বলছেন, ''আমি হতবাক ও হতাশ। কেন আমি অবিক্রিত হয়ে গেলাম জানি না। আমি এখন পর্যন্ত যত দলে ছিলাম তার জন্যই ভালো করেছি। আমি ভেবেছিলাম কিছু দল আমার জন্য বিড করবে। সত্যি কথা বলতে, নিলামে দল পাব না, এমনটা কখনও ভাবিনি। ঘরোয়া ক্রিকেটেও ভাল পারফর্ম ছিল। রঞ্জি ট্রফির শেষ রাউন্ডেও ৭ উইকেট নিয়েছিলাম আমি। মুস্তাক আলিতেও সাফল্য পেয়েছি। কিন্তু তবুও কোনও দল আমাকে নিয়ে আগ্রহ দেখাল না।"
২০১৩ সাল থেকে আইপিএলে খেলে ১০৪ ম্যাচে মোট ১১৪ উইকেট ঝুলিতে পুরেছেন সন্দীপ শর্মা। ২৬.৩৩ গড়ে বল করেছেন সন্দীপ। ইকনমি ৭.৭৭। ২০১৪-২০২০ পর্যন্ত প্রতি মরসুমেই ১২টি করে বা তার বেশি উইকেট ঝুলিতে পুরেছেন। ২০১৪ ও ২০১৭ সালে সেরা পারফর্ম করেছিলেন আইপিএলে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নেই বিরাট, রোহিত?
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই সিরিজে নাও খেলতে পারে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত রোহিতের (Rohit Sharma) আঙুলের চোট সারেনি। দ্বিতীয় ওয়ান ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন। তবে তাদের ২ জনকেই ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে হয়ত। তবে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী লঙ্কা বাহিনীর বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করতে চলেছেন, সেখানে বিরাটকে ও রোহিতকে বাদ দিয়েই হয়ত দল সাজাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''বিরাট কোহলি আমাদের বলেছেন যে উনি টি-২০ খেলবেন না। ও একেবারে ওডিআই সিরিজ খেলবে। তবে ঠিক কতদিনের জন্য টি-২০ ক্রিকেট থেকে বিরতি নিচ্ছে তা এখনও পরিষ্কার হয় আমাদের কাছে। কিন্তু ওকে আমরা গুরুত্বপূর্ণ সিরিজের জন্য পরিকল্পনায় রাখছি। রোহিতকে নিয়ে আমরা এখনই কোনও কঠিন সিদ্ধান্ত নিতে চাই না। তাড়াহুড়ো করতে চাই না। ও ফিট হলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ও ব্যাটিং করছে, তবে ঝুঁকি নেব না।''